আগামী সপ্তাহে 'এটিকে' সরার মতোই সুখবর! বাগান সচিবের কথায় কীসের ইঙ্গিত?

দেবাশিস দত্ত বলেন, পরের সপ্তাহেই একটা সুখবর আসছে মোহনবাগান ক্লাবে। এমিলিয়ানো মার্টিনেজ আসার ব্যাপারটা না।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

আগামী সপ্তাহে মোহনবাগান সমর্থকদের জন্য আসছে আনন্দের খবর। যা বাগানের নামের আগে থেকে এটিকে সরে যাওয়ার মতই খুশির খবর, জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

রবিবার বিরাটিতে মেরিনার্স দের এক অনুষ্ঠানে বাগান সচিব বলেন, 'পরের সপ্তাহেই একটা সুখবর আসছে মোহনবাগান ক্লাবে। এমিলিয়ানো মার্টিনেজ আসার ব্যাপারটা না। এমন সুখবর যা এটিকে নাম সরে যাওয়ার মতই খুশির'।

এরপরই কৌতূহল তুঙ্গে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে এমন কী সুখবর আসছে ক্লাবে? অনেক চেষ্টা করেও সেটা জানা যাচ্ছে না। সকলেই চাইছেন ক্লাব কর্তা যেন এখনই সমস্তকিছু ঘোষণা করেন।

দেবাশিস আরও বলেন, 'আমাদের ক্লাবেই মারাদোনা এসেছে। ভলদেরামা এসেছে। অলিভার কান আমাদের বিরুদ্ধেই জীবনের শেষ ম্যাচ খেলেছে। আমরা পুরোপুরি ফুটবলের মধ্যে দিয়েই এগোতে চাই। মনে রাখতে হবে মার্তিনেজ কিন্তু প্রাক্তন ফুটবলার নয় এখনও খেলছে। বিশ্বকাপ জিতেছে। বিশ্বের এই মুহূর্তে সেরা গোলকিপার। কিছু বিষয়ে আমরা অবশ্যই ওর সঙ্গে আলোচনা করব। মোহনবাগান এভাবেই এগিয়ে যাবে।'

জুন মাসের তৃতীয় সপ্তাহে কিংবা জুলাই মাসের শুরুতে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নেওয়া গোলকিপার আসবেন কলকাতায়। মোহনবাগান মাঠেও যাবেন। যা নিয়ে বাগান সমর্থকদের মধ্যে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে।

প্রতীকী ছবি
সলমনের অনুষ্ঠানের মাঝে ডামাডোল ইস্টবেঙ্গলে, ফের পদত্যাগ মহিলা দলের কোচ সুজাতার
প্রতীকী ছবি
La Liga: তিন মরশুম পর ফের স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in