ওসাকা ঝড়ে অসহায় আত্মসমর্পণ সেরেনার। রড লেভার এরিনাতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই টেনিস সেনসেশন। ম্যাচ ঘিরে আগে থেকেই ছিলো চরম উত্তেজনা। তবে কোর্টের মধ্যে নাওমি ওসাকার ব্যাকহ্যান্ড, ফোর হ্যান্ডের কোনো উত্তরই দিতে পারেনি মার্কিন কিংবদন্তী। স্ট্রেট সেটে জয় নিয়ে মরশুমের প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছে গেলেন তৃতীয় র্যাংকিংএর ওসাকা।
সেরেনার সামনে সুযোগ ছিলো রেকর্ড ২৪ তম গ্র্যান্ড স্ল্যামের মুকুট ধারণ করার। সে স্বপ্ন আপাতত অধরাই থাকলো। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ছিটকে গেলেন তিনি। অন্যদিকে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জয় থেকে মাত্র এক ধাপ দূরে ওসাকা।
এদিন সেরেনা উইলিয়ামসকে ৬-৩ এবং ৬-৪ সেটে হারায় জাপানী তারকা নাওমি। ১ ঘন্টা ১৫ মিনিটেই শেষ হয় এই হাইভোল্টেজ ম্যাচ। প্রথম সেটে সময় লাগে ৩৮ মিনিট এবং দ্বিতীয় সেটে ৩৬ মিনিট।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাওমি ওসাকার প্রতিপক্ষ জেনিফার ব্র্যাডি। তবে এই ২৪ নম্বর মার্কিন টেনিস তারকার থেকে ওসাকাকেই সাম্ভাব্য গ্র্যান্ডস্ল্যাম জয়ী হিসেবে বেছে নিচ্ছেন টেনিস বিশেষজ্ঞরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন