Tokyo Olympics: প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না সেরেনা উইলিয়ামস, জানালেন 'এর পিছনে অনেক কারণ আছে'

অলিম্পিকের ইতিহাসে টেনিসে সবচেয়ে সফল খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। তিনি সিঙ্গেলসে একটি সোনা এবং ডবলসে তিনটি সোনা জিতেছেন।
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামসফাইল ছবি
Published on

রাফায়েল নাদালের পর এবার সেরেনা উইলিয়ামস। টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করছেন না মার্কিন কিংবদন্তী। রবিবার প্রাক-উইমবল্ডন সাংবাদিক সম্মেলনে সেরেনা জানান, "অলিম্পিকের তালিকায় আমার নাম নেই। তাতে আমার কিছু মাথা ব্যাথা নেই। থাকলেও আমি অংশ নিতাম না।"

টোকিও অলিম্পিক নিয়ে উদ্বেগের শেষ নেই। জাপানের একাংশ বিক্ষোভ দেখাচ্ছে অলিম্পিক বন্ধের জন্য। তবে অলিম্পিক কমিটি নিশ্চিত যে টোকিওতে আসর বসছেই। এবং কড়া নিরাপত্তার মধ্যেই আয়োজন করা হবে অলিম্পিক। যে কারণে সেরেনাকে পৃথক ভাবে থাকতে হতো তাঁর মেয়ে অলিম্পিয়ার থেকে।

সেরেনাকে অলিম্পিকে অংশ না নেওয়ার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান, "অলিম্পিকে না অংশ নেওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। আজ সে বিষয়ে আলোচনা করতে চাইছি না। অন্য কোনদিন এ বিষয়ে কথা বলা যাবে। দুঃখিত।"

অলিম্পিকের ইতিহাসে টেনিসে সবচেয়ে সফল খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। তিনি সিঙ্গেলসে একটি সোনা এবং ডবলসে তিনটি সোনা জিতেছেন। আপাতত সেরেনা মার্গারেট কোর্টের ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার জন্য পাখির চোখ করেছেন উইমবল্ডনকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in