আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

জাতীয় দলের হয়ে রামোস সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের মার্চে। ২০২০ সালে ইনজুরিতে ইউরো কাপ থেকে ছিটকে যাওয়ার পরেই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। জায়গা হয়নি কাতার বিশ্বকাপেও।
অবসর নিলেন সার্জিও রামোস
অবসর নিলেন সার্জিও রামোসছবি - সংগৃহীত
Published on

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ আর্মাডার বহু যুদ্ধের লড়াকু সৈনিক সার্জিও রামোস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানান স্পেনের ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলা এই ফুটবলার। স্পেনের নতুন কোচের ভবিষ্যত পরিকল্পনায় আর রাখা হয়নি বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে। যে কারণেই দেশের জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্যুইটারে এক বড় বিবৃতি প্রকাশ করে অবসরের ঘোষণা দেন রামোস। তিনি লেখেন, "জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসে গেছে। আজকে সকালে আমি বর্তমান কোচ (লুইস দে লা ফুয়েন্তে) থেকে একটি কল পেয়েছি। তিনি জানিয়েছেন, যেমন পারফরম্যান্সই করি না কেন, ক্যারিয়ারে যত কিছুই করে থাকি না কেন, আমি আর কখনও তাঁর পরিকল্পনার অংশ হব না।"

৩৬ বর্ষীয় পিএসজি ডিফেন্ডার অবসর প্রসঙ্গে আরও লেখেন, "আমি মনে করি যে আমার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণ হল আমার পারফরম্যান্স। আমাদের জাতীয় দলের প্রাপ্য স্তরে আমার পারফরমেন্স চলে না সেই কারণেই আমার পথ শেষ। কিন্তু বয়স বা অন্যান্য কারণে এটা শেষ হচ্ছে না।"

জাতীয় দলের হয়ে রামোস সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের মার্চে। ২০২০ সালে ইনজুরিতে ইউরো কাপ থেকে ছিটকে যাওয়ার পরেই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। জায়গা হয়নি কাতার বিশ্বকাপেও। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটানোর পর দেশের জার্সিতে মোট ১৮০ ম্যাচ খেলেছেন তিনি। যা কিনা স্পেনের ইতিহাসে সর্বোচ্চ। ডিফেন্ডার হয়েও দেশের জার্সিতে ২৩ টি গোল করেছেন রামোস। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৮ এবং ২০১২ সালে ইউরো কাপও জিতেছেন তিনি।

অবসর নিলেন সার্জিও রামোস
ODI সিরিজের আগে হার্দিক সহ একাধিক খেলোয়াড়কে ফিটনেস ক্যাম্পে তলব বিসিসিআই-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in