দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না জুভেন্তাসের। সিরি আ খেতাব আগে ভাগেই নিশ্চিত করে ফেলেছে অ্যান্টেনিও কন্তের ইন্টার মিলান। জুভেন্তাসের সামনে লড়াই এখন শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লীগে খেলা নিশ্চিত করা। তবে সেই রাস্তাও ক্রমশ বন্ধ হয়ে আসছে বিয়াঙ্কোনেরিদের। গতরাতে নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে এসি মিলানের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ঘোর সংকটের মুখে পিরলো বাহিনী।
শুরুটা ভালো করলেও শেষের দিকে ছন্নছাড়া ফুটবল খেলছে জুভেন্তাস। গতরাতেও সেই একই ছবি। এসি মিলানের কাছে পাত্তাই পেলোনা রোনাল্ডো, মোরাতারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় এসি মিলান। দ্বিতীয়ার্ধে আসে বাকি দুই গোল।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ থাকলেও পেনাল্টি কাজে লাগাতে পারেনি মিলান। তবে তাতে বিশেষ কিছু ক্ষতি হয়নি তাদের। ৭৮ মিনিটে মিলানের হয়ে দ্বিতীয় গোলটি করেন আনতে রেবিক। এর ঠিক চার মিনিট পরেই ওল্ড লেডিদের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন ফিকেও তোমোরি।
এই ম্যাচের শেষে লীগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে জুভেন্তাস। ৩৫ ম্যাচে রোনাল্ডোদের পয়েন্ট ৬৯। শীর্ষ চারে থাকার লড়াই অনেকটা কঠিন হয়ে পড়েছে তাদের। ৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আটলান্টা এবং এসি মিলান। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নাপোলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন