চলতি মরশুমে বড় ধাক্কা খেলো জুভেন্টাস। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় গত জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। গত এপ্রিল মাসে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদলত এই সিদ্ধান্ত তুলে নিয়ে নতুন করে তদন্তের কথা জানায়।
সোমবার এই আপিলের নতুন রায় দেওয়া হয়েছে। যেখানে জুভেন্টাসের ১৫ পয়েন্টের পরিবর্তে কেটে নেওয়া হয়েছে দশ পয়েন্ট। যার ফলে এক ধাক্কায় দু'নম্বর স্থান থেকে ওল্ড লেডিরা নেমে এসেছে সপ্তম স্থানে। উয়েফা চ্যাম্পিয়নস লীগের পাশাপাশি আগামী মরশুমে উয়েফার কোনো টুর্নামেন্টে খেলাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে জুভেন্টাসের।
৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সিরি আ লীগ টেবিলের দ্বিতীয় স্থানে ছিল জুভেন্টাস। দশ পয়েন্ট কেটে নেওয়ায় তাদের পয়েন্ট এখন ৩৬ ম্যাচে ৫৯। জুভেন্টাসের আগে ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে রোমা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আটলান্টা। ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এসি মিলান। ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার এবং ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাজিও।
অনেক আগেই এবারের সিরি-আ খেতাব নিশ্চিত করে ফেলেছে নাপোলি। শেষ চারে পৌঁছানোর জন্য জুভেন্টাসের জয়ের কোনো বিকল্প নেই। তবে শুধু জিতলেই হবে না।এগিয়ে থাকা দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে তাদের। মিলান শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই জুভেন্টাসের চ্যাম্পিয়নস লীগ খেলার স্বপ্ন ভঙ্গ হবে। আটলান্টা এবং রোমা একটি করে ম্যাচ হারলে এবং জুভেন্টাস যদি দুই ম্যাচই জেতে তবে ইউরোপা লীগের যোগ্যতা অর্জন করবে জুভেন্টাস।
গতরাতে জুভেন্টাসের সামনে সুযোগ ছিল চ্যাম্পিয়নস লীগ খেলার রাস্তা সহজ করার। তবে পয়েন্ট কাটার বড় ধাক্কার পর এম্পোলির সামনে ৪-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বিয়াঙ্কোনেরিদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন