প্রথমবারের মতো ইউরোপিয়ান ফাইনালে হারলেন 'দ্য স্পেশাল ওয়ান' খ্যাত জোসে মরিনহো। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রোমাকে হারিয়ে সপ্তম বারের মতো উয়েফা ইউরোপা লীগ জিতলো সেভিয়া। এই নিয়ে ইউরোপা লীগে সাত বার ফাইনালে উঠে সাতবারই চ্যাম্পিয়ন হলো ইতালির ক্লাবটি। প্রথম ম্যানেজার হিসেবে জোসে মরিনহোকে কোনো ইউয়েফা টুর্নামেন্টের ফাইনালে হারালেন জোসে লুইস মেন্ডিলিবার।
বুধবার মেগা ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিল রোমা। ম্যাচের ৩৫ মিনিটে জিয়ানলুকা মানচিনির বাড়ানো পাস থেকে গোল করে রোমাকে এগিয়ে দেন পাওলো দিবালা। প্রথমার্ধে এই লীড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফিরে পায় সেভিয়া। আত্মঘাতী গোল করে সেভিয়াকে সমতা এনে দেন রোমার জিয়ানলুকা মানচিনি। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনেই খেলা শেষ হয়। এরপর খেলা পৌঁছায় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম শটে দুই দলই গোল পায়। সেভিয়ার হয়ে প্রথম শটটি নেন লুকাস ওকাম্পোস এবং রোমার হয়ে নেন ব্রায়ান ক্রিস্টানটে। এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শটে সেভিয়া রোমার জাল ভেদ করলেও, রোমা বোনো ইয়াসিনের দেওয়াল ভেদ করতে পারেনি। মরক্কান গোলরক্ষকের হাত ধরে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় সেভিয়া।
ইউরোপীয় লীগগুলোতে এর আগে পাঁচটি ফাইনাল খেলেছে মরিনহোর দল। কখনও তাতে হারেননি মরিনহো। গত মরশুমে রোমাকে কনফারেন্স লীগের শিরোপা জিতিয়েছিলেন তিনি। এই প্রথমবার কোনো ইউরোপীয়ান ফাইনালে হারলেন। চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হলো দিবালাদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন