সেলিব্রেশন করতে গিয়ে উল্টো ধরলেন জাতীয় পতাকা, কাপ ঘরে এনেও সমালোচনার মুখে শেফালি ভার্মা

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠে ভারতের অনুর্ধ্ব-১৯ দল। অধিনায়ক শেফালি ভুলেই গিয়েছিলেন যে তিনি জাতীয় পতাকা উল্টো ধরেছেন। তাঁর ভুল যে ইচ্ছাকৃত ছিল না, তা স্পষ্ট।
উল্টো জাতীয় পতাকা হাতে দৌড় শেফালি ভর্মার
উল্টো জাতীয় পতাকা হাতে দৌড় শেফালি ভর্মার ছবি সৌজন্যে টুইটার
Published on

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরি করেছে ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবার অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতলো টিম ইন্ডিয়া। তবে ম্যাচ জয়ের পর উত্তেজনার বশে অধিনায়ক শেফালি ভার্মা জড়ালেন তীব্র বিতর্কে। সেলিব্রেশন করতে গিয়ে দেশের জাতীয় পতাকাকে উল্টো ধরে বসলেন শেফালি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে।

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠে ভারতের অনুর্ধ্ব-১৯ দল। অধিনায়ক শেফালি ভুলেই গিয়েছিলেন যে তিনি জাতীয় পতাকা উল্টো ধরেছেন। তাঁর ভুল যে ইচ্ছাকৃত ছিল না, তা স্পষ্ট। তবে এমন ঘটনাকে জাতীয় পতাকার অপমান বলেই মনে করছেন সমর্থকদের একাংশ।

রবিবার ফাইনালের মঞ্চে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শাভি চোপড়ারা। প্রথমে ব্যাটিং করতে আসা ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানেই গুটিয়ে দেয় ইন্ডিয়া। ব্রিটিশদের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে রিয়ানা ম্যাকডোনাল্ডের ব্যাট থেকে।

জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ১৪ ওভারেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ভারতের হয়ে সৌমিয়া তিওয়ারি এবং গঙ্গাদি তৃষা উভয়েই ২৪ করে রান করেন।এই দুর্দান্ত জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্বেতা শেরাওয়াত (২৯৮) এবং ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক পার্সিভা চোপড়াকে (১১) আলাদা করে অভিনন্দন জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্টো জাতীয় পতাকা হাতে দৌড় শেফালি ভর্মার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সদ্য BCCI-কে কাঠগড়ায় তোলা ভারতের প্রাক্তন ওপেনার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in