ওম্যানস এশিয়া কাপে টানা তিন ম্যাচে জয়ের পরে পাকিস্তানের কাছে হেরে ভারত ধাক্কা খেয়েছিল। শনিবার সিলেটে স্বাগতিক বাংলাদেশকে সহজেই হারিয়ে ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীতরা। ভারতের দেওয়া ১৬০ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানই সংগ্রহ করতে পেরেছে টাইগ্রেসরা। ৫৯ রানের বড় জয় এসেছে ভারত শিবিরে। এই ম্যাচে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের শেফালি ভার্মা।
সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শেফালি। এই রেকর্ড গড়ে তিনি পেছনে ফেললেন ভারতেরই আর এক ক্রিকেটার জেমিমা রদ্রিগেজকে। ২১ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে হাজার রানের রেকর্ড এতদিন ছিল জেমিমার নাম। এবার মাত্র ১৮ বছর ২৫৩ দিন বয়সে দ্রুততম হাজার রান করে ফেললেন শেফালি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। ওপেন করতে নেমে প্রথম উইকেটে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন শেফালি এবং স্মৃতি। স্মৃতি মন্ধনা ৬ টি বাউন্ডারির মাধ্যমে ৩৮ বলে ৪৭ রান করেন। ৪৪ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেফালি ভার্মা। তাঁর ইনিংসে রয়েছে ৫ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারি। ওপেনিং জুটি ছাড়াও জেমিমা রদ্রিগেজ ২৪ বলে ৩৫* রান করে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা করেন ১০ রান।
ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের বাঘিনীরা শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়ে। বাংলাদেশের হয়ে প্রথম তিন ব্যাটার ফারজানা হক (৩০), মুর্শিদা খাতুন (২১) এবং নিগার সুলতানা (৩৬) ছাড়া অন্য কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি। ভারতের হয়ে এই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা এবং একটি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং এবং স্নেহ রানা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন