ICC World Cup 23: মাস্টারস্ট্রোক! বিশ্বকাপের প্রচার ভিডিওতে চমক ICC-র

দেশে বিদেশে শাহরুখের জনপ্রিয়তা কারুর অজানা নয়। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগালো আইসিসি। আইসিসির প্রকাশ করা ভিডিও-র নাম দেওয়া হয়েছে 'ইট টেকস ওয়ান ডে'।
বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান
বিশ্বকাপের প্রচারে শাহরুখ খানছবি - সংগৃহীত
Published on

বিশ্বকাপ প্রচারে মাস্টারস্ট্রোক আইসিসির। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ হবে ভারতে। তার আগে বিশ্বকাপের জন্য ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেই ভিডিওতে রয়েছেন 'কিং খান' শাহরুখ খান।

দেশে বিদেশে শাহরুখের জনপ্রিয়তা কারুর অজানা নয়। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগালো আইসিসি। আইসিসির প্রকাশ করা ভিডিও-র নাম দেওয়া হয়েছে 'ইট টেকস ওয়ান ডে'। পুরো ভিডিওতেই শাহরুখের কন্ঠ ব্যবহৃত হয়েছে। ভিডিও জুড়ে সমর্থকদের আবেগ, দেশের জয়-পরাজয়, একে অন্যকে সম্মান প্রদর্শন বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

ওই ভিডিওতে বিগত বিশ্বকাপগুলির বেশ কিছু ক্লিপিংসও ব্যবহৃত হয়েছে। শাহরুখ খান ছাড়াও ভিডিওতে শুবমন গিল, দীনেশ কার্তিক, জেমিমা রড্রিগেজ, মুথাইয়া মুরলীধরন, জেপি ডুমিনি এবং জন্টি রোডসকেও দেখা গেছে বিশ্বকাপের প্রচার করতে।

আইসিসি সিইও জিওফ অ্যালার্ডাইস আগেই এই ধরণের ভিডিওর ইঙ্গিত দিয়েছিলেন। তবে প্রচারে শাহরুখ খানকে ব্যবহার করা হবে তা প্রকাশ করা হয়নি। তিনি বলেছিলেন, "ওয়ানডে বিশ্বকাপের মাধ্যমে আমরা সমস্ত দেশের সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চাই। খেলা চলাকালীন মানুষের মধ্যে বিভিন্ন ধরণের অনুভূতি দেখা যায়। আমরা সেই অনুভূতিগুলোকেই কাজে লাগাতে চাই"।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো সিনেমা জগতের পাশাপাশি শাহরুখ খানের ক্রিকেটের প্রতিও আগ্রহ আছে। সেই জন্যই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার তিনি। এছাড়া কলেজ জীবনেও খেলাধুলোর সাথে যুক্ত ছিলেন বলিউড 'বাদশা'

এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট দশটি দল। আটটি দল সুপার লীগের মাধ্যমে সরাসরি মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাকি দুই দল বাছাইপর্ব অতিক্রম করে জায়গা অর্জন করবে। জিম্বাবোয়েতে চলছে এই বাছাইপর্ব।

মূলপর্বে প্রতিটি দল - রাউন্ড রবিন ফর্ম্যাটে ৯টি করে ম্যাচ খেলবে। শীর্ষে থাকা চারটি দল সুযোগ পাবে সেমিফাইনালে। মুম্বইতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে। ১৯ নভেম্বর আমেদাবাদে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল।

বিশ্বকাপের প্রচারে শাহরুখ খান
Ashes: 'ডু অর ডাই' ম্যাচ ইংল্যান্ডের, শুরুতে ২ উইকেট হারিয়েও ছন্দে অজিরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in