Bumrah: সদ্য বাবা হওয়া বুমরাহকে উপহার শাহিন আফ্রিদির, ২২ সেকেন্ডের ভিডিও মন জয় করলো নেটিজেনদের!

People's Reporter: শাহিন বলছেন, 'বাবা হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। উপরওয়ালা ওকে খুব ভালো রাখুক এবং নতুন বুমরাহ তৈরি করুক'। প্রত্যুত্তরে বুমরাহ আফ্রিদিকে সুন্দর উপহারের জন্য 'ধন্যবাদ' জানান।
সৌজন্য বিনিময়ের মুহূর্ত
সৌজন্য বিনিময়ের মুহূর্তছবি - সোশ্যাল মিডিয়া
Published on

সদ্য বাবা হয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। আর তাঁর পুত্র সন্তানের জন্য উপহার দিলেন পাক তারকা শাহিন শাহ আফ্রিদি। দুই তারকার মধ্যে এইরকম সৌজন্য বিনিময় দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

মাত্র ২২ সেকেন্ডের ভিডিও। কিন্তু ভিডিওটির গভীরতা অনেক। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারের মধ্যে এইরকম সৌজন্য বিনিময়ের মুহূর্ত খুবই কম। পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে জসপ্রীত বুমরাহ এবং শাহিন আফ্রিদি একে অন্যের দিকে এগিয়ে আসছেন। আফ্রিদির হাতে একটি উপহারের বাক্স। উপহারটি তুলে দিলেন বুমরাহর হাতে।

শাহিন বলছেন, 'বাবা হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। উপরওয়ালা ওকে খুব ভালো রাখুক এবং নতুন বুমরাহ তৈরি করুক'। প্রত্যুত্তরে বুমরাহ আফ্রিদিকে সুন্দর উপহারের জন্য 'ধন্যবাদ' জানান।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ হয়েছেন এই দৃশ্য দেখে। কেউ বলেছেন, মাঠের বাইরে এই রকমই সম্পর্ক হওয়া উচিত। আবার কেউ লিখেছেন, আদর্শ ক্রিকেটারের মতো আচরণ। যা দেখে সত্যিই ভালো লাগছে।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। ছেলের নাম রেখেছেন অঙ্গদ জসপ্রীত বুমরাহ।

অন্যদিকে, রবিবার বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার পর আজ রিজার্ভ ডে-তেও বৃষ্টি চলছে। ফলে ভারত-পাক দ্বৈরথ ফের বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছেন ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপের মঞ্চে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ যদি ফের বাতিল হলে রীতিমতো হতাশ হবেন দর্শকরা।

সৌজন্য বিনিময়ের মুহূর্ত
IFA Shield: দুই বাংলাকে নিয়ে আগামী বছর আইএফএ শিল্ড! কবে থেকে শুরু হচ্ছে জানেন?
সৌজন্য বিনিময়ের মুহূর্ত
Novak Djokovic: জকোভিচের দখলে ইউএস ওপেন, ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নয়া রেকর্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in