এক ইনিংস এবং ৮ রানে বাংলাদেশকে হারিয়ে টেস্ট জিতেছে পাকিস্তান। বাবর আজমরা টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান বেশ মজবুত করে ফেলেছে। অন্যদিকে বাংলাদেশ পৌঁছে গেছে একদম তলানিতে। বাংলাদেশের এই খারাপ প্রদর্শনের মাঝেও ইনিংসে হার বাঁচাতে মরিয়া চেষ্টা চালিয়ে যান শাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেন সাকিব। তবে শেষ রক্ষা হয়নি। কিন্তু ব্যক্তিগত ভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজির গড়ে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে এদিন দ্বিতীয় ইনিংসে ৩৪ রান সংগ্রহ করার সাথে সাথেই টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। সাথে সাথেই বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। মাত্র ৫৯ ম্যাচেই এই নজির গড়েন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার ইয়ান বোথাম ৬৯ ম্যাচ খেলে এতদিন পর্যন্ত দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার মালিক ছিলেন। সাকিব বোথামের থেকে ১০ টি টেস্ট কম খেলেই এই কীর্তি রচনা করেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৬ জন ক্রিকেটার ৪ হাজার রান এবং ২০০ উইকেট সংগ্রহ করেছেন। সাকিব আল হাসান, ইয়ান বোথাম ছাড়া বাকি চারজন হলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স, ভারতের কপিলদেব, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তরি এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
স্যার ইয়ান বোথাম ১০২ টি টেস্ট ম্যাচে রান করেছেন ৫২০০ এবং উইকেট নিয়েছেন ৩৮৩ টি। ক্যারিবিয়ান কিংবদন্তী গ্যারি সোবার্স ৯৩ টি টেস্টে রান করেছেন ৮০৩২ এবং উইকেট নিয়েছেন ২৩৫ টি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব ১৩১ টি টেস্ট ম্যাচে ৪৩৪ টি উইকেট এবং ৫২৪৮ রান করেছেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তরি ১১৩ টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪৫৩১ এবং উইকেট নিয়েছেন ৩৬২ টি। প্রোটিয়া কিংবদন্তী জ্যাক ক্যালিস ১৬৬ টি টেস্ট ম্যাচে রান করেছেন ১৩,২৮৯। ক্যালিস উইকেট নিয়েছেন ২৯২ টি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন