১২ বছর পর ফের বিশ্বকাপের স্বপ্ন দেখছেন ভারতবাসী। যার অন্যতম কারণ হলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭টি উইকেট নিয়ে ফের প্রমাণ করলেন কেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। এক ম্যাচেই গড়লেন একাধিক রেকর্ড।
বুধবার স্বপ্নের সেমিফাইনাল ছিল ভারতীয় ক্রিকেটারদের কাছে। ওয়াংখেড়েতে আসা দর্শকদের প্রথমে মন জয় করেন ভারতীয় ব্যাটাররা। বিরাট-শ্রেয়সের সেঞ্চুরি, রাহুল, গিল এবং রোহিতের ঝোড়ো ইনিংস সবকিছুরই সাক্ষী থাকলেন ভারতীয় ফ্যানরা। তবে সবকিছুকে যেন ছাপিয়ে গেল মহম্মদ শামির আগুনে বোলিং।
চলতি বিশ্বকাপের প্রথম ৩টি ম্যাচে খেলানো হয়নি মহম্মদ শামিকে। চতুর্থ ম্যাচে বল হাতে নামেন শামি। তারপর থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারকা বোলারকে বসানোর সাহস করেননি। গতকাল ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে সেরা বোলিং করে ফেললেন। কার্যত নিজের হাতে কিউইদের ব্যাটিং লাইন-আপ শেষ করলেন তিনি। প্রথমে ফেরান দুই ওপেনার কনওয়ে এবং রাচিন রবীন্দ্রকে। পরে কেন উইলিয়ামসন এবং ডারিল মিচেলের দুর্ভেদ্য ইনিংস ভাঙেন। মোট ৫৭ রান দিয়ে ৭টি উইকেট নেন তিনি।
এই উইকেট নেওয়ায়র পরই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন তিনি। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন তিনি। ৫০টি উইকেট নিতে শামির দরকার হয়েছে মাত্র ১৭টি ইনিংস। শামির পরেই আছেন অজি তারকা মিচেল স্টার্ক। ৫০টি উইকেটের মালিক হতে স্টার্ক নিয়েছিলেন ১৯টি ইনিংস। লাসিথ মালিঙ্গা নিয়েছিলেন ২৫ ইনিংস। ট্রেন্ট বোল্টের লেগেছিল ২৮ ইনিংস। গ্লেন ম্যাকগ্রাথ নিয়েছিলেন ৩০ ইনিংস।
কিছুদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একটি ভিডিও বার্তায় শামির প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, 'নামটা মনে রাখবেন, মহম্মদ শামি'। নিজের আগুনে বোলিং দিয়ে প্রমাণ করলেন কেন তাঁর নামটা মনে রাখতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন