আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার টি-২০ সিরিজ। ২ আগস্ট থেকে শুরু হবে একদিনের সিরিজ। আর এই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড বাছাই নিয়ে বিসিসিআই-র সমালোচনায় সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
ভারতের টিম বাছাই নিয়ে নির্বাচকদেরকে ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন শশী থারুর। এক্স হ্যান্ডেলে শশী থারুর লেখেন, 'শ্রীলঙ্কা সফরের জন্য বেশ আকর্ষণীয় দল ঘোষণা করেছে ভারত। শেষ ওডিআই ম্যাচে শতরান করা সঞ্জু স্যামসনকে একদিনের দলে রাখা হয়নি। অন্যদিকে শেষ টি-২০ সিরিজে অভিষেক শর্মা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তাঁকে টি-২০ স্কোয়াডেই রাখা হয়নি। এত সাফল্য নির্বাচকদের কাছে ফিকে হয়ে গেল? যাই হোক ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই'।
২৭, ২৮ এবং ৩০ জুলাই এই তিন দিনে ৩টে টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২ আগস্ট থেকে শুরু হবে প্রথম ওডিআই। দ্বিতীয় ম্যাচ ৪ আগস্ট এবং তৃতীয় ম্যাচ ৭ আগস্ট। এই সিরিজ থেকে কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।
ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন