শেষ হচ্ছে গ্লেজার পরিবারের ১৮ বছরের পথ চলা, ম্যান ইউনাইটেড পাচ্ছে নতুন মালিক!

ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটির নতুন মালিক হতে চলেছেন কাতারের ধনকুবের শেখ জসিম বিন হামাদ আল থানি। এমনটাই খবর কাতারের এই ধনকুবেরের ঘনিষ্ঠ এক সংবাদ মাধ্যমের।
শেষ হচ্ছে গ্লেজার পরিবারের ১৮ বছরের পথ চলা, ম্যান ইউনাইটেড পাচ্ছে নতুন মালিক!
ছবি - ম্যানচেস্টার ইউনাইটেডের ফেসবুক
Published on

শেষ হচ্ছে গ্লেজার পরিবারের দীর্ঘ ১৮ বছরের পথ চলা। ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ছাড়ছে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটির নতুন মালিক হতে চলেছেন কাতারের ধনকুবের শেখ জসিম বিন হামাদ আল থানি। এমনটাই খবর কাতারের এই ধনকুবেরের ঘনিষ্ঠ এক সংবাদ মাধ্যমের।

সম্প্রতি ভালো ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লীগের টিকিট পেলেও লীগ টাইটেল জেতা হয়নি দীর্ঘদিন। ঐতিহ্যবাহী ক্লাবটির এহেন প্রদর্শনে খুশি নয় সমর্থকরাও। তাই কয়েক বছর আগে থেকেই ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল গ্লেজার পরিবার। শেষে গতবছরের নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা।

ইউরোপীয়ন ফুটবলের এই অন্যতম সফল ক্লাবটিকে কেনার জন্য লড়াইয়ে নেমেছিলেন একাধিক সংস্থা। শেষ পর্যন্ত লড়াইয়ে ছিলেন ব্রিটেনের ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ ও কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানির পুত্র শেখ জসিম বিন হামাদ আল থানি। দুই পক্ষের সাথে একাধিক আলোচনার পর জানা যাচ্ছে কাতার ধনকুবেরের হাতেই যাচ্ছে ইউনাইটেডের মালিকানা। ইউনাইটেড অধিগ্রহণের লক্ষ্যে শেখ জসিম বিন হামাদ আল থানির পঞ্চম তথা চূড়ান্ত প্রস্তাবে রাজি হয়েছে গ্লেজার পরিবার।

ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ চেয়েছিলেন রেড ডেভিলদের ৬০ শতাংশ মালিকানা নিজের অধীনে রাখতে। বাকিটা ছাড়তে চেয়েছিলেন গ্লেজার পরিবারের হাতে। সেই প্রস্তাবকে সমর্থন করেনি সমর্থকরা। ক্লাব কর্তৃপক্ষও অখুশি ছিলেন।

অন্যদিকে, ক্লাবের ১০০ শতাংশ মালিকানা চেয়েছিলেন কাতারি ধনকুবের। শেষবার ৬.৫ বিলিয়ন ডলার বা ৫.২ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়া হয় শেখ জসিমের পক্ষ থেকে। উপরন্তু ক্লাবের অন্যান্য উন্নয়নের জন্য আরও ১ বিলিয়ন ডলার খরচের প্রস্তাবও দেওয়া হয়। তাঁর হাতেই ক্লাবের ব্যাটন উঠছে বলে খবর। ২০০৫ সাল থেকে ম্যান ইউর মালিক বিখ্যাত গ্লেজার পরিবার। দীর্ঘ ১৮ বছরের সেই সম্পর্ক এবার শেষ হতে চলেছে।

শেষ হচ্ছে গ্লেজার পরিবারের ১৮ বছরের পথ চলা, ম্যান ইউনাইটেড পাচ্ছে নতুন মালিক!
জরিমানা কাজ করবে না, স্লো ওভার রেট আটকাতে ICC-কে এই শাস্তির দাবি প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in