ফুটবলকে বিদায় জানালেন ভারতীয় ফুটবলে পেশাদার গোলরক্ষক শিল্টন পাল। ব্যারাকপুর মাঠে কলকাতা লিগে র্জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন রেনবোর শিল্টন। জর্জের এক্সিকিউটিভ সচিব অধিরাজ দত্তর উদ্যোগে ম্যাচ শেষে উভয় দলের ফুটবলার, কর্তারা শিল্টনকে গার্ড অফ অনার দেন।
উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের শিল্টন টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন। ২০০৬ সালে মোহনবাগানে সই করে দীর্ঘ ১৪ বছর সবুজ-মেরুন ক্লাবে খেলেছেন। ২০২০-তে সই করেন চার্চিল ব্রাদার্সে। এই মুহূর্তে তিনি কলকাতা প্রিমিয়ার ডিভিশনের রেনবোর হয়ে খেলছেন।
মোহনবাগানে টানা খেলার রেকর্ড আছে শিল্টনের। বাগানের হয়ে আই লিগও জিতেছেন তিনি। তাই শেষ মুহূর্তে বাগানের জার্সিতে বিদায় না নিতে পারার কষ্টটা আছেই ময়দানের বাজপাখির।
শিল্টন জানান, "মোহনবাগানের জার্সিতে পথ শেষ না করার কষ্ট আছেই। তবে রেনবো থেকে যে ভালোবাসা পেয়েছি তা ভোলার নয়। আর মোহনবাগানের দলগঠন কতটা অফিসিয়ালদের হাতে আছে আমার সন্দেহ। তবে একবার এটিকে মোহনবাগান আমার সঙ্গে যোগাযোগ করে। তারপর আর কিছু জানায়নি। এরপর আমি চার্চিলের হয়ে আই লিগে খেলতে চলে গেলাম।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন