CFL: রেনবোর হয়ে কলকাতা লিগে নামবেন ‘বাজপাখি’ শিল্টন

শিল্টন ১৪ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন। পাশাপাশি চেন্নাইয়ান এফসি, কেরালা ব্লাস্টার্স, এবং এটিকের হয়েও খেলেছেন তিনি।
শিল্টন পাল
শিল্টন পালছবি - শিল্টন পালের ফেসবুক পেজ
Published on

আসন্ন কলকাতা লিগে রেনবো এফসিতে খেলতে দেখা যাবে গোলকিপার শিল্টন পালকে। এবার আদিত্য চট্টোপাধ্যায়ের কোচিংয়ে বেশ ভালো দলই করেছে রেনবো। গতবছর প্রিমিয়ার বি চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার এ তে ওঠে রেনবো। তবে এবার প্রিমিয়ার এ আর প্রিমিয়ার বি মিশে যাচ্ছে।

বেশ ভালো পারফরমেন্স করছে রেনবো। তারা আবাসিক শিবির করেছে। রেনবোর গ্রুপে ইস্টবেঙ্গল, ভবানীপুরের মত শক্ত প্রতিপক্ষ আছে। সেই কারণে 'বাজপাখি' শিল্টনের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

শিল্টন ১৪ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন। বাগানের ঘরের ছেলেই হয়ে গেছেন কার্যত। পাশাপাশি তিনি লোনে আইএসএলে চেন্নাইয়ান এফসি, কেরালা ব্লাস্টার্স, এবং এটিকের হয়েও খেলেছেন।

মোহনবাগান ছাড়ার পরে চার্চিল ব্রাদার্স ও ভবানীপুরের হয়ে খেলেছেন এই গোলকিপার। মোহনবাগান জার্সিতে ২৫৭টি ম্যাচ খেলেছেন শিল্টন। চার্চিল ব্রাদার্স-র হয়ে ২৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁর অধিনায়কত্বেই ২০১৪-১৫ মরশুমে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ২০১৯-২০ মরসুমেও মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য ছিলেন শিল্টন।

কলকাতা লিগের গ্রুপ এ - মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র এবং সিএফসি।

গ্রুপ বি - ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

শিল্টন পাল
IFA-তে শান্তনু সেন! গভর্নিং বডিতে নির্বাচিত হওয়া নিয়ে উঠছে প্রশ্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in