আসন্ন প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন না গতবারের সোনাজয়ী ভারতীয় শাটলার প্রমোদ ভগত। ডোপিং-র দায়ে ১৮ মাস নির্বাসিত হয়েছেন এই ক্রীড়াবিদ।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তার আগেই ভারতের জন্য খারাপ খবর। ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়ে ১৮ মাস নির্বাসনের শাস্তি পেলেন প্রমোদ। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন জানায়, "এক বছরে তিন বার অ্যান্টি-ডোপিং-র নিয়ম ভেঙেছেন প্রমোদ। তিনি বেশকিছু নিষিদ্ধ ওষুধ নিয়েছিলেন। যা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন মান্যতা দেয় না। তাই ১৮ মাসের জন্য তাঁকে নির্বাসিত করা হল"।
প্রসঙ্গত, ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষকে ২১-১৪ এবং ২১-১৭ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছিলেন প্রমোদ। এছাড়া ২০২২ এবং ২০১৮ এশিয়ান প্যারা গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় শাটলার। এমনকি চলতি বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে পুরুষদের সিঙ্গেলসে সোনা জেতেন প্রমোদ। এমন একজন তারকা শাটলারকে না পাওয়া সত্যিই ভারতের জন্য খারাপ খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন