মর্মান্তিক! ভারতে টুর্নামেন্ট খেলতে এসে মৃত্যু বাংলাদেশি ফুটবলারের

রবিবার ডুয়ার্সে এক ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা ঘটে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভুটান থেকেও অনেক খেলোয়াড় অংশগ্রহণ করেছিল।
বাংলাদেশি ফুটবলারের মৃত্যু
বাংলাদেশি ফুটবলারের মৃত্যুগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ভারতে খেলতে এসে প্রাণ হারালেন এক বাংলাদেশি ফুটবল খেলোয়াড়। মৃতের নাম হানিফ রশিদ ডাব্লিউ। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু এখনও জানা যায়নি। এই ঘটনায় ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার ডুয়ার্সে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা ঘটে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভুটান থেকেও অনেক প্লেয়ার অংশগ্রহণ করেছিল। ডুয়ার্সের গয়েরকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। আয়োজক ছিল গ্রিনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাব।

বাংলাদেশের একটি ক্লাবের সাথে পশ্চিমবঙ্গের মালদহের এক ক্লাবের খেলা চলাকালীনই হঠাৎ মাঠে পড়ে যান বাংলাদেশের হানিফ রশিদ। দ্রুত তাঁকে নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই ফুটবলারকে।

তবে কী কারণে তাঁর মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই জানা যাবে। ফুটবলারের মৃত্যুর জন্য অবশ্য টুর্নামেন্ট আয়োজকদের দায়ী করছেন অনেকে। সূত্রের খবর, এত বড় টুর্নামেন্টের আয়োজন করা হলেও সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ক্লাব কর্তৃপক্ষের অবশ্য যুক্তি, দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও রাস্তায় ট্রাফিক জ্যাম থাকার কারণে হাসপাতাল পৌঁছাতে দেরি হয়ে যায়।

প্রশাসন সূত্রে খবর, ওই ক্লাবের পক্ষ থেকে ১২ দলীয় এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। দুর্ঘটনার সময় শেষ খেলা চলছিল। তাতেই মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনাটির যথাযথ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। পুরো ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই মৃত ফুটবলারের পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশি ফুটবলারের মৃত্যু
Australian Open 2023: মিক্সড ডাবলসে জয়ের দিন ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in