ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল চালাতে আগ্রহী নয় ইমামি গোষ্ঠী। তাদের মহিলা দল চালাবে শ্রাচি গোষ্ঠী। আগামী মরসুম থেকে হাত বদল হবে লাল হলুদের মহিলা ফুটবল ইনভেস্টরের।
লাল হলুদের মহিলা দল কন্যাশ্রী কাপে গত বছর রানার্স তার আগের বছর চ্যাম্পিয়ন হয়। ডব্লিউপিএলে খেললেও তাদের সাফল্য সেভাবে নেই। মূলত ইমামি আগামী মরসুমে বাজেট বাড়াবে পুরুষ দলের। সেই কারণেই তারা মহিলা দল চালাবে না বলে খবর।
শ্রাচি গ্রুপ ক্রিকেট দলের পাশাপাশি মহিলা ফুটবলেও এবার বিনিয়োগ করলো। প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ফুটসলে তারা স্পনসর করেছে আর সিএবির প্রো টি২০ লিগেও তারা দল কিনেছে। এবারে রাহুল টোডির সংস্থা এলো মহিলা ফুটবলে।
রাহুল টোডি জানান, 'আমরা সবসময় খেলাধুলোর সঙ্গে আছি। ইস্টবেঙ্গলের মতো ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারা সবসময় আনন্দের বিষয়।' যদিও তারা ইমামির মতো মহিলা ফুটবল পুরোটা কন্ট্রোল করবে না ক্লাবের হাতে ছেড়ে দেবে দলগঠন এটা দেখার বিষয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন