Asia Cup: অনিশ্চিত শ্রেয়স, রাহুল! ৪ নম্বরে দেখা যেতে পারে বিরাটকে - মত বিশেষজ্ঞদের

শ্রেয়স আইয়ারের না থাকাটা ভারতীয় দলের জন্য বড়ো ক্ষতি। কারণ ভারতীয় দলে এখনও ৪ নম্বর জায়গাটা নিশ্চিত হয়নি। শ্রেয়স দেশের জার্সিতে ৩৮টি ওডিআই-র মধ্যে ২০টি ম্যাচেই চার নম্বরে নেমেছিলেন।
এশিয়া কাপে অনিশ্চিত শ্রেয়স আইয়ার
এশিয়া কাপে অনিশ্চিত শ্রেয়স আইয়ারছবি - শ্রেয়স আইয়ারের ফেসবুক পেজ
Published on

এশিয়া কাপেও কি শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, জসপ্রীত বুমরাহদের ভারতীয় জার্সিতে দেখা যাবে? এই প্রশ্নই এখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ঘোরাফেরা করছে।

দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছে ভারতীয় তারকারা। কবে ফিরবেন এখনও নিশ্চিত নয়। জসপ্রীত বুমরাহকে সম্প্রতি প্র্যাকটিস করতেও দেখা যাচ্ছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্তা জানান, "কে এল রাহুল ম্যাচ খেলার জন্য পুরো ফিট হয়ে গেছেন। তবে শ্রেয়স আইয়ার এখনও পুরোপুরি সুস্থ হননি। তাঁর এখনও সময় লাগবে। দুই তারকাই নিয়মিত অনুশীলন ম্যাচ খেলছেন। শ্রেয়সের একটু সমস্যা হচ্ছে।"

শ্রেয়স আইয়ারের না থাকাটা ভারতীয় দলের জন্য বড়ো ক্ষতি। কারণ ভারতীয় দলে এখনও ৪ নম্বর জায়গাটা নিশ্চিত হয়নি। শ্রেয়স দেশের জার্সিতে ৩৮টি ওডিআই-র মধ্যে ২০টি ম্যাচেই চার নম্বরে নেমেছিলেন। ভারতীয় দল অবশ্য শ্রেয়সের বিকল্প হিসেবে তিলক ভার্মার নাম ভেবে রেখেছে বলেই সূত্রের খবর। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় তিলককেও দেখে নেওয়া যাবে।

অন্যদিকে এশিয়া কাপের জন্য এখনও ভারত দল ঘোষণা করেনি। তবে প্রাক্তন তারকাদের মধ্যে অনেকেই কে এল রাহুল এবং শ্রেয়সকে এশিয়া কাপের স্কোয়াডে রাখতে চাননি। তাঁদের মতে জসপ্রীত বুমরাহ হয়তো এশিয়া কাপে খেলবেন। ওপেনার হিসেবে, রোহিত শর্মা, শুবমান গিল এবং ঈশান কিষানকে বেছে নিয়েছেন। কোহলিকে ৩ অথবা ৪ নম্বরে রেখেছেন।

অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, এবং শার্দুল ঠাকুরের নাম উঠে আসছে। বোলার হিসেবে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহকেই বেছে নিয়েছেন রবি শাস্ত্রী সহ প্রাক্তন তারকারা।

এশিয়া কাপে অনিশ্চিত শ্রেয়স আইয়ার
Sunil Gavaskar: 'ছোটদের সঙ্গে ছোটদের খেলতে দেখতে ভালোই লাগে' - T-20 সিরিজ হার নিয়ে কটাক্ষ গাভাসকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in