IND vs AUS : দিল্লি টেস্টেও অনিশ্চিত শ্রেয়স আইয়ার, বুমরাহ ফিরছেন কবে?

গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় নাগপুর টেস্টে জায়গা হয়নি তাঁর। আশা করা হচ্ছিল দিল্লি টেস্টে ফিরবেন।
জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার
জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ারগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নাগপুরে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে এই টেস্টেও সম্ভবত খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। তারকা ব্যাটারের ফিটনেসের যা রিপোর্ট, তাতে শ্রেয়সের না খেলার সম্ভাবনা প্রবল। এর ফলে নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ থাকছে সূর্যকুমারের কাছে।

গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় নাগপুর টেস্টে জায়গা হয়নি তাঁর। আশা করা হচ্ছিল দিল্লি টেস্টে ফিরবেন। তবে এখনও পুরোপুরি সেরে ওঠেননি শ্রেয়স। যে কারণে দিল্লি টেস্টে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার বর্তমানে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন করছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিসিআই যে মাপকাঠি নির্ধারণ করেছে তাতে টিম ইন্ডিয়াতে ফেরার আগে আইয়ারকে তাঁর ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে এবং ঘরোয়া ম্যাচ খেলতে হবে। এর ফলে ১ থেকে ৫ মার্চ রঞ্জি চ্যাম্পিয়ন বনাম বাকি ভারতের মধ্যে ইরানি কাপের ম্যাচে শ্রেয়স আইয়ারকে খেলতে বলা হতে পারেও বলে খবর। সেক্ষেত্রে তৃতীয় টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা না থাকতে পারে।

ভারতের আর এক তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ দীর্ঘদিন মাঠের বাইরে। তাঁকে সম্ভবত বর্ডার-গাভাসকার ট্রফিতে দেখা যাবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই হয়তো কামব্যাক করতে পারেন তিনি।

শ্রেয়সের অনুপস্থিতিতে দিল্লি টেস্টে সূর্যকুমারকেই খেলানো হতে পারে। নাগপুর টেস্টে অভিষেক ঘটানো সূর্যকুমার বিশেষ কিছু করে দেখাতে পারেননি সেই ম্যাচে। তবে এবার আরও একবার সুযোগ থাকছে নিজেকে প্রমাণ করার।

জসপ্রীত বুমরাহ ও শ্রেয়স আইয়ার
Women's Premier League 2023: নিলামে রিচার চমক, হরমনপ্রীতের থেকেও বেশি দাম পেলেন বঙ্গতনয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in