লন্ডনে সফল অস্ত্রোপচার হয়েছে শ্রেয়স আইয়ারের। চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফির আমেদাবাদ টেস্টের সময় পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপ খেলার জন্য প্রথমে ঠিক করেছিলেন অস্ত্রোপচার করবেন না। যদিও চোট পাওয়ার পরেই তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল অস্ত্রোপচার করার। অবশেষে মঙ্গলবার অস্ত্রোপচার করলেন ভারতের এই তারকা ব্যাটার। জানা গিয়েছে তিনি এখন ভালো রয়েছেন। বৃহস্পতিবার একটু হাঁটাচলাও করেছেন।
অস্ত্রোপচারের কারণে আপাতত তিন মাস মাঠের বাইরে থাকবেন শ্রেয়স। পুরো আইপিএল তো বটেই, পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন তিনি। তবে অনুমান করা হচ্ছে, ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন শ্রেয়স।
ভারতের আর এক তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহরও অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি এখন প্রায় সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করে দেবেন।
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে বুমরাহকে দেখা যাবে কিনা তাঁর নিশ্চয়তা নেই। ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখেই নির্বাচকরা বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। ওডিআই বিশ্বকাপেই বুমরাহকে ফের বল হাতে দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দলের বাইরে বুমরাহ। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বর্ডার-গাভাসকর ট্রফি সহ একাধিক সিরিজ খেলতে পারেননি তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন