ভারত এবং অস্ট্রেলিয়ার বহু প্রতিক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা দল অস্ট্রেলিয়া হলেও, ভারতের মাটিতে তাদের জয় তুলে নেওয়া সহজ হবে না। আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে তারা। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে ভারত শিবিরে চিন্তার খবর। পিঠে চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। এক সূত্র মারফত জানা গিয়েছে, দ্বিতীয় টেস্টের আগে শ্রেয়সের কামব্যাক করার কোনো সম্ভাবনা নেই।
পিঠে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজেও মাঠে নামতে পারেননি ভারতের মিডিল অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটার। কিউইদের বিপক্ষে দলে না থাকলেও ভারতকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে শ্রেয়সের অভাব পূরণ করাটা বেশ কঠিনই হবে বলে অনুমান করা হচ্ছে। গত বছরের শেষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ ইনিংস খেলেছিলেন শ্রেয়স।
শ্রেয়স প্রথম ম্যাচে খেলবেন কিনা, সে বিষয়ে বিসিসিআই অবশ্য এখনও কিছু জানায়নি। প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে আগামী ২ ফেব্রুয়ারি থেকে নাগপুরে ভারতীয় ক্রিকেট দল একটি ক্যাম্প শুরু করবে। এই ক্যাম্পে শ্রেয়স অংশগ্রহণ করবেন না। তিনি আপাতত NCA-তেই রিহ্যাব করবেন। জানা গিয়েছে, ইঞ্জেকশন নেওয়ার পরও শ্রেয়স তাঁর পিঠের নিচের দিকে এখনও কিছুটা ব্যথা অনুভব করছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে তাঁকে কম করে ২ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে।
শ্রেয়স আইয়ার না খেললে অনুমান করা হচ্ছে, টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে পারে সূর্যকুমার যাদবের। মুম্বইয়ের এই তারকা ব্যাটার টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকলেও টেস্ট ক্রিকেটে এখনও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রথম দুটো টেস্ট ম্যাচে সূর্যকুমারকে ভারতীয় টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। তাই ৯ ই ফেব্রুয়ারি নাগপুর টেস্টে সূর্যকুমারকে দেখা যেতে পারে লাল বলের ক্রিকেটে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন