IPL 2024: আগামী মরসুমে অধিনায়ক হিসেবেই নাইট জার্সিতে দেখা যাবে শ্রেয়সকে!

People's Reporter: নাইট সিইও ভেঙ্কি মাইসুর এক বিবৃতিতে জানান, আমরা আনন্দিত যে তিনি ফিরে এসেছেন এবং অধিনায়ক হিসাবেই আগামী মরসুমে নেতৃত্ব দেবেন।
শ্রেয়স আইয়ার
শ্রেয়স আইয়ারছবি - সংগৃহীত
Published on

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার। গত আইপিএলে চোটের জন্য ছিটকে যান শ্রেয়স। চোট মুক্ত শ্রেয়সে ভরসা রাখল নাইটরা।

নাইট সিইও ভেঙ্কি মাইসুর এক বিবৃতিতে জানান, সত্যিই দুর্ভাগ্যজনক যে শ্রেয়াস ইনজুরির কারণে আইপিএল ২০২৩ মিস করেছেন। আমরা আনন্দিত যে তিনি ফিরে এসেছেন এবং অধিনায়ক হিসাবেই আগামী মরসুমে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, 'আমরা কৃতজ্ঞ যে নীতিশ রানা গত মরসুমে শ্রেয়সের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং ভালো ক্যাপ্টেন্সি করেন।। ভাইস ক্যাপ্টেন হিসাবে নীতিশ এই মরসুমে থাকবেন।'

আনন্দিত শ্রেয়স বলেন, 'আমি বিশ্বাস করি গত মরসুমে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, যার মধ্যে চোটের কারণে আমার অনুপস্থিতিও ছিল। নীতিশ দুর্দান্ত কাজ করেছেন গত মরসুমে। আমি আনন্দিত যে কেকেআর তাঁকে সহ-অধিনায়ক করেছে'।

আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। সেখানে ভালো ভালো প্লেয়ার তোলার চ্যালেঞ্জ থাকবে নাইটদের কাছে। ২০১৪ সালে শেষবার আইপিএল জেতে কেকেআর। এবারে দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ২০১২ এবং ২০১৪ আইপিএল জয়ী নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ফলে নাইট ফ্যানরা আশা করছেন ফের একবার চ্যাম্পিয়ন হবেন তাঁরা।

শ্রেয়স আইয়ার
Mohammad Shami: বিশ্বকাপে আগুনে পারফর্ম্যান্স, অর্জুন পুরস্কারের দৌড়ে মহম্মদ শামি!
শ্রেয়স আইয়ার
Google Search: ২০২৩ সালে ভারতীয়দের সার্চের তালিকায় প্রথম দশে নেই বিরাট কোহলি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in