ক্রিকেটের তিন ফর্ম্যাটেই আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। আবার ওয়ান ডে ব্যাটার এবং বোলারের ক্রম তালিকাতেও শীর্ষ স্থানে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটাররা। ওয়ান ডে ব্যাটার র্যাঙ্কিং-এ শীর্ষে শুবমন গিল এবং বোলারদের র্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ।
বুধবার প্রকাশিত হয়েছে আইসিসির নয়া ক্রম তালিকা। সেখানেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে টপকে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন শুবমন গিল। চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন তিনি। এর আগে ওডিআই র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করেছিলেন শচীন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বিরাট কোহলি। গিলের পয়েন্ট ৮৩০। বাবর আজমের পয়েন্ট ৮২৪। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যুইন্টন ডি'কক। তাঁর পয়েন্ট ৭৭১। ৭৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর পয়েন্ট ৭৪৩।
অন্যদিকে বোলারদের তালিকাতেও শীর্ষে রয়েছেন ভারতীয় বোলার মহম্মদ সিরাজ। সিরাজের পয়েন্ট ৭০৯। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তাঁর পয়েন্ট ৬৯৪। তৃতীয় স্থানে রয়েছেন অ্যাডাম জ্যাম্পা। অজি স্পিনারের পয়েন্ট ৬৬২। চতুর্থ স্থানে আছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তাঁর পয়েন্ট ৬৬১। ৬৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছেন পাক পেসার শাহীন আফ্রিদি। জসপ্রীত বুমরাহ আছেন অষ্টম স্থানে। তাঁর পয়েন্ট ৬৫৪। চলতি বিশ্বকাপে আগুনে ফর্মে থাকা মহম্মদ শামি রয়েছেন দশম স্থানে। এই পেসারের পয়েন্ট ৬৩৫।
একদিনের ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাঁর সংগ্রহ ৩২৭ পয়েন্ট। ২৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। রশিদ খান আছেন চতুর্থ স্থানে। তাঁর পয়েন্ট ২৬৩। ২৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ থানে উঠে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে প্রথম দশে আছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ২২৫ পয়েন্ট নিয়ে তিনি আছেন দশম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন