বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাবে না শুবমন গিলকে। দলের সাথে দিল্লি গেলেন না এই তারকা ওপেনার। নিয়মিত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখছেন।
বিসিসিআই-র পক্ষ থেকে বলা হয়েছে, "টিম ইন্ডিয়ার ব্যাটার শুবমন গিল দলের সাথে দিল্লি যাননি। ওপেনার ব্যাটার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। আগামী ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষেও ম্যাচ খেলতে পারবেন না তিনি। তিনি আপাতত চেন্নাইতেই থাকবেন এবং মেডিক্যাল টিম প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থা নজরে রেখেছে"।
প্রসঙ্গত, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, শুবমন ১০০ শতাংশ ঠিক নেই। তার জ্বর রয়েছে। মাথা তুলতে পারছে না। অসুস্থ আছে। তবে গিলের কোনো চোট নেই। প্রতিদিনই তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন দেখার সে কবে সুস্থ হয়ে ওঠে"।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন অসুস্থ শুবমন গিল। তাঁর অসুস্থতা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে। সমর্থকরা তাঁরা দ্রুত সুস্থতা কামনা করছেন। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছেন শুবমন গিল। ইতিমধ্যেই ৬টি সেঞ্চুরি করেছেন তিনি। বর্তমানে আইসিসি র্যাঙ্কিং-এ ব্যাটারদের তালিকায় (ওডিআই) দ্বিতীয় স্থানে আছেন শুবমন। প্রথমে আছেন বাবর আজম। চলতি বিশ্বকাপেই বাবরকে টপকে যেতে পারেন তিনি। তবে তিনি কবে পুরো ম্যাচ ফিট হয়ে উঠবেন সেটাই এখন দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন