কলকাতায় শ্রীলঙ্কা-ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচের রক্তচাপ বেড়ে যায়। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা আপৎকালীন ভিত্তিতে ওষুধের ব্যবস্থা করার পর দ্বিতীয় ওডিআই ম্যাচে অবশ্য ডাগ আউটে বসে থাকতে দেখা যায় তাঁকে। কিন্তু শুক্রবার সকালেই দ্রাবিড় কলকাতা ছাড়েন। জানা গিয়েছে শুক্রবার ভোরে ভারত শিবির ছেড়ে নিজের বাড়ি ব্যাঙ্গালুরু উড়ে গিয়েছেন দ্রাবিড়। সেখানেই কিছুদিন পরিবারের সাথে সময় কাটাবেন তিনি। তাই তিরুবনন্তপুরমে তৃতীয় একদিনের ম্যাচে তাঁর দলে যোগ দেওয়ার সম্ভাবনা কম।
সূত্রের খবর, শুক্রবার ভোর তিনটের বিমানে ব্যাঙ্গালুরুর ফ্লাইট ধরেন দ্রাবিড়। তবে মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে দ্রাবিড়ের বিশেষ কিছু সমস্যা হয়নি। তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তা করারও প্রয়োজন নেই। দ্রাবিড় তাঁর ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে এবং কিছু সতর্কতামূলক পরীক্ষা করাতে ব্যাঙ্গালুরু গিয়েছেন।
রবিবার তৃতীয় একদিনের ম্যাচে তিরুবনন্তপুরমে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে দ্রাবিড়কে দেখতে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে দ্রাবিড় সুস্থ এবং রবিবারের ম্যাচের আগে শনিবার তিরুবনন্তপুরমে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ রয়েছে ১৮ ই জানুয়ারি হায়দরাবাদে। তিরুবনন্তপুরমে দ্রাবিড়কে ডাগ আউটে পাওয়া না গেলেও কিউইদের বিরুদ্ধে সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন বলে অনুমান করা যেতেই পারে। হাতে রয়েছে আরও পাঁচ দিন। ঘনিষ্ঠ মহলের দাবি, ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে মাঠে নামার আগে দ্রাবিড়ের সুস্থ হয়ে উঠতে অসুবিধা হওয়ার কথা নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন