মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভার জন্য শিলিগুড়ির প্রিমিয়ার ডিভিশনের খেলা মাঝপথেই বন্ধ করে দেওয়া হল। আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। সেই কারণেই সভার আট দিন আগে থেকেই বন্ধ হয়ে গেল এই শহরের একমাত্র ফুটবল লিগ। অনেকেই প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী যদি খেলাকে প্রাধান্য দেন তাহলে শিলিগুড়িতে ম্যাচ বন্ধ হলো কেন?
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যাচ্ছে এটাই মানতে পারছেন না শিলিগুড়ির ক্রীড়া ব্যক্তিত্বরা। এই ইস্যুতে আসরে নেমে পড়েছে বিজেপি ও বামেরাও। তারাও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সূত্রের খবর, দার্জিলিং জেলার কার্শিয়াং দিয়ে উত্তরবঙ্গ সফর শুরু করবেন মমতা ব্যানার্জি। আর ১২ ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করে সফর শেষ করবেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই প্রশ্ন উঠছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বারবার মুখ্যমন্ত্রীর সভা কেন? মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ তৈরি করতে আট দিন আগে থেকে কাজ শুরু হচ্ছে। সভার শেষে মাত্র একদিনে কি করে মাঠ খেলার উপযুক্ত হবে তা নিয়েও সংশয় রয়েছে।
গত ২৬ নভেম্বর শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ১০ দলীয় প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। শিলিগুড়ি শহরে মাঠের অভাব থাকায় লিগের সব ম্যাচ হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক কর্তা জানান, 'আমাদের অনেক কষ্ট করে টুর্নামেন্টটা করতে হয়। এই কদিন ফুটবলারদের থাকা খাওয়া পেমেন্ট দেওয়ার ব্যাপার আছে। সেটা কি কেউ দেবে? এভাবে ফুটবল চালাতে সমস্যা হয়।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন