সুইস ওপেনের ব্যর্থতা ভুলে স্প্যানিশ মাস্টার্সে দুর্দান্ত খেলে চলেছেন পিভি সিন্ধু। দেশের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার ডেনমার্কের মিয়া ব্লিকফেল্টকে স্ট্রেট সেটে হারিয়ে চলতি বছরে প্রথম সেমিফাইনালে পা রাখলেন। ম্যাচের ফলাফল হায়দরাবাদি শাটলারের পক্ষে ২১-১৪, ২১-১৭।
মাদ্রিদে গতকাল দুই সেটেই প্রথমে পিছিয়ে পড়ে দুর্দান্ত কামব্যাক করেন সিন্ধু। প্রথম সেটের শুরুতেই ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর বিরতির আগেই ১১-১০ ব্যবধানে এগিয়ে যান। বিরতির পর আর বিশ্বের ১৯ নম্বর ডেনিশ তারকাকে দাঁড়াতে দেননি সিন্ধু। ভারতীয় শাটলার ম্যাচ জিতে নেন ২১-১৪ ফলে। দ্বিতীয় সেটেও ডেনিশ প্রতিপক্ষ এগিয়ে ছিলেন ৬-১১ ব্যবধানে। সেখান থেকে দ্বিতীয় বাছাই সিন্ধু সেট জেতেন ২১-১৭ ফলে।
শুক্রবার সিন্ধুর জয়ের আগে অবশ্য পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন কিদাম্বি শ্রীকান্ত। শীর্ষ বাছাই হিসেবে আসা জাপানের কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে ১৮-২১ এবং ১৫-২১ ফলে হার মানেন পঞ্চম বাছাই শ্রীকান্ত। চলতি বছরে একদমই ভালো কিছু করতে পারছেন না শ্রীকান্ত। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা নিশি বিপক্ষে শুরুটা ভালো করলেও দ্রুত ম্যাচের রাস নিজের নিয়ন্ত্রণে আনেন জাপানী শাটলার। এই নিয়ে তৃতীয় বার নিশিমোতোর কাছে হারলেন শ্রীকান্ত।
শ্রীকান্ত ছিটকে যাওয়ার আগে বৃহস্পতিবার কিরণ জর্জ ও প্রিয়াংশু রাজাওয়াত পুরুষদের সিঙ্গলস থেকে ছিটকে গিয়েছিলেন। ভারতের আশার আলো এখন সিন্ধু। জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার সেমিফাইনালে নামবেন সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিনের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন