IPL 2023: অন্দরের খবর দিলেই মোটা অঙ্কের টাকা, জুয়াড়ির থেকে ফোন পেলেন সিরাজ!

ভারতীয় পেসার দেরি না করে সমস্ত বিষয়ই ইতিমধ্যে বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখাকে জানিয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।
মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজছবি - RCB-র ফেসবুক পেজ
Published on

ম্যাচ গড়াপেটার গন্ধ এবার চলতি আইপিএলে। গড়াপেটার প্রস্তাব পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা পেসার মহম্মদ সিরাজ। সিরাজকে বাস চালক পরিচয় দিয়ে এক অজানা ব্যক্তি ফোন করে আরসিবির অন্দরমহলের খবর জানতে চান। ভারতীয় পেসার দেরি না করে সমস্ত বিষয়ই ইতিমধ্যে বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখাকে জানিয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী জানা গিয়েছে, হায়দরাবাদের এক বাস চালক পরিচয় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করেন মহম্মদ সিরাজকে। ওই ব্যক্তি জানান, তিনি কোনো পেশাদার জুয়াড়ি নন। আইপিএলের সময় জুয়া খেলে থাকেন। সম্প্রতি জুয়া খেলে অনেক টাকা ক্ষতি হয়েছে তাঁর। সিরাজকে তিনি বলেন, আরসিবির ভেতরের খবর যদি তিনি দেন তবে মোটা অঙ্কের টাকা দেবেন সিরাজকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছে, "সিরাজ দেরি না করেই বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখাকে বিষয়টি জানিয়েছেন। আধিকারিকরা লোকটিকে গ্রেপ্তার করেছে। আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।"

২০১৩ সালে ম্যাচ গড়াপেটার কারণে এস শ্রীশান্ত, অঙ্কিত চহ্বান এবং অজিত চান্দিলাকে গ্রেফতার করা হয়েছিল। চেন্নাই দলের তৎকালীন মুখ্যকর্তা গুরুনাথ মেইয়াপ্পানকেও গ্রেফতার করা হয় একই কারণে। এরপর থেকেই ফিক্সিং রুখতে শক্তিশালী ইউনিট তৈরি করে বিসিসিআই। প্রতিটি দলেই রাখা হয়েছে একজন করে দুর্নীতি দমন শাখার আধিকারিক। যিনি একই হোটেলে থাকেন এবং গ্রাউন্ডের সমস্ত গতিবিধি পর্যবেক্ষণ করেন।

মহম্মদ সিরাজ
টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও অ্যাশেজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, স্কোয়াডে ফিরলেন ওয়ার্নার
মহম্মদ সিরাজ
UCL: চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ, এসি মিলান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in