এশিয়া কাপের পরও অব্যাহত 'মিঞা ম্যাজিক'। সদ্য প্রকাশিত আইসিসি ওডিআই র্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় ফের শীর্ষস্থান দখল করলেন মহম্মদ সিরাজ। পেছনে ফেলেছেন রশিদ খান, ট্রেন্ট বোল্টদের মতো বোলারদের।
গত রবিবারই ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কার্যত একাই লঙ্কান শিবিরের ব্যাটিং লাইন আপে ধস নামায় সিরাজ। একাই নিয়েছিলেন ৬ উইকেট। সেই পারফরম্যান্সের সুবাদে ওডিআই ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন সিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৪। আট ধাপ ওপরে উঠেছেন তিনি। এক ধাপ করে পিছিয়েছেন অজি তারকা হেজেলহুড এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। হেজেলউড আছেন দ্বিতীয় স্থানে (৬৭৮) এবং বোল্ট আছেন তৃতীয় স্থানে (৬৭৭)। রশিদ খান আছেন পঞ্চম স্থানে (৬৫৫)।
অন্যদিকে বোলারদের তালিকায় ৩ ধাপ নেমে কুলদীপ যাদব রয়েছেন নবম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৮। ওডিআই ব্যাটারদের তালিকায় প্রথম স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম। রেটিং ৮৫৭। দ্বিতীয় স্থানে রয়েছেন শুবমন গিল (৮১৪)। এক ধাপ ওপরে উঠে অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলি। রেটিং পয়েন্ট ৭০৮। রোহিত শর্মা আছেন দশম স্থানে (৬৯৬)।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৩৭১। দ্বিতীয় স্থানে আছেন মহম্মদ নবি (৩০২)। এক ধাপ ওপরে উঠে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ২৪৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন