ICC Women’s T20 WC 2023: সেমিতে নামার আগেই বড় ধাক্কা ভারতের, অনিশ্চিত অধিনায়ক হরমনপ্রীত!

হরমনপ্রীত না খেললে অধিনায়কত্ব সামলাবেন স্মৃতি মন্ধনা। তাঁর পরিবর্তে দলে নেওয়া হতে পারে হার্লিন দেওলকে।
সেমিফাইনালে অনিশ্চিত হরমনপ্রীত কৌর
সেমিফাইনালে অনিশ্চিত হরমনপ্রীত কৌরছবি - হরমনপ্রীত কৌরের ট্যুইটার হ্যান্ডেল
Published on

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে বড় ধাক্কা ভারত শিবিরে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিশ্চিত স্বয়ং অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেইসঙ্গে অনিশ্চিত পেসার পূজা বস্ত্রকারও। তাঁদের দুজনেই শারীরিক ভাবে অসুস্থ বলে খবর। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে না থাকা রাধা যাদবের চোট কতটা সেরে উঠেছে সে বিষয়ে জানা যায়নি।

হরমনপ্রীত না খেললে ভারতের মিডল অর্ডার যে দুর্বল হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অধিনায়ক সেভাবে জ্বলে উঠতে না পারলেও তাঁর অধিনায়কত্বে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারতের নারী ব্রিগেড। হরমনপ্রীত না খেললে অধিনায়কত্ব সামলাবেন স্মৃতি মন্ধনা। তাঁর পরিবর্তে দলে নেওয়া হতে পারে হার্লিন দেওলকে।

অনিশ্চিত পূজা বস্ত্রকারও ভারতের হয়ে চলতি বিশ্বকাপে সেভাবে ছন্দে নেই। মাত্র ২টি উইকেট নিয়েছেন তিনি। তবে তিনি না থাকলে দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটবে। পূজার জায়গায় দলে আসতে পারেন বাঁহাতি পেসার অঞ্জলি শর্বাণী। ব্যাটিংকে শক্তিশালী করতে হলে আনা হতে পারে ইয়াস্তিকা ভাটিয়াকেও।

হরমনপ্রীতের নেতৃত্বাধীন দল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডকে হারিয়েছে। একমাত্র পরাজয় ঘটে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের কিছু বিষয় তুলে ধরেছিলেন হরমনপ্রীত। তিনি বলেছিলেন, "আমরা সত্যিই ভালো শুরু করেছি কিন্তু মিডল ওভারে, আমরা পরিকল্পনা অনুযায়ী বল করিনি এবং অনেক বেশি রান দিয়েছিলাম। সেখানেই আমরা গতি হারিয়েছিলাম। আমরা ব্যাট হাতে ভালো করছিলাম কিন্তু রান রেট ঠিক রাখতে পারিনি যেখানে আমরা ছিলাম।"

পাশাপাশি ক্রিকেটারদের অতিরিক্ত ডট বল খেলা নিয়েও কথা বলেছিলেন তিনি। চলতি বিশ্বকাপে অবশ্য ব্যাট হাতে ছন্দে নেই হরমনপ্রীতও। ৪ ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন তিনি। ভারত অধিনায়ককে অনুশীলনে দেখতে না পাওয়া নিয়ে চর্চা চলছিল। গ্রুপ পর্বের ম্যাচগুলির আগে অনুশীলনে আসতেন না হরমনপ্রীত। শুধু মাত্র আয়ারল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলন করেছিলেন। তা নিয়েও চলছিল বিতর্ক।

সেমিফাইনালে অনিশ্চিত হরমনপ্রীত কৌর
IND vs AUS: একটিও ম্যাচ না খেলেই অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন অ্যাস্টন অ্যাগার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in