BCCI: পরবর্তী বিসিসিআই সচিব হিসেবে উঠছে স্নেহাশিস গাঙ্গুলির নাম! এখানেও কি অমিত শাহদের নতুন অঙ্ক?

People's Reporter: আগামী ৩০ নভেম্বর বোর্ড সচিব পদে মেয়াদ শেষ হচ্ছে জয় শাহের। ১ ডিসেম্বর থেকে তিনি আইসিসি প্রধান। ৪৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে নতুন সচিব বেছে নিতে হবে বিসিসিআই-কে।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ছবি - সংগৃহীত
Published on

আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। জয়ের জায়গায় নতুন বোর্ড সচিব হিসেবে বিজেপি ঘনিষ্ঠ অনেকের নাম উঠে আসছে। তবে চমকপ্রদ খবর হল সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির নামও শোনা যাচ্ছে।

অমিত শাহ ঘনিষ্ঠ ধনরাজ নাটওয়ানি, প্রয়াত অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলির ছেলে রোহন জেটলির নাম উঠে আসছে পরবর্তী বিসিসিআই সচিব হিসেবে। এরই মাঝে হঠাৎ করেই ধূমকেতুর মতো উঠে এলো সিএবি'র বর্তমান সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির নাম।

শোনা যাচ্ছে বোর্ডের তরফ থেকে এই বিষয়ে ফোনও এসেছে স্নেহাশিসের কাছে। এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি ঘনিষ্ঠরা থাকতে স্নেহাশিস কেনো? ক্রিকেটমহল ও রাজনীতিবিদদের একাংশের মতে, ২০১৯ সালে সৌরভ গাঙ্গুলিকে বোর্ড সভাপতি করে তাঁকে দলে টানার ও ২০২১ সালে বাংলা বিধানসভা ভোটে ভোট ব্যাঙ্ক মজবুত করার যে চেষ্টা করেছিলেন অমিত শাহরা, স্নেহাশিসকে নিজের ছেলের আসনে বসিয়ে ফের সেই উদ্দেশ্য পূরণ করতে চাইছেন কি তিনি? কারণ ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে।

আগামী ৩০ নভেম্বর বোর্ড সচিব পদে মেয়াদ শেষ হচ্ছে জয় শাহের। ১ ডিসেম্বর থেকে তিনি আইসিসি প্রধান। ৪৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে নতুন সচিব বেছে নিতে হবে বিসিসিআই-কে। এরমধ্যে খেলা অনেক বাকি। তবে সত্যিই যদি স্নেহাশিস বোর্ড সচিব হন তাহলে তিনি তাঁর ভালো কাজের পুরস্কার পাবেন। অনেকেই বলেন সৌরভের থেকে অনেক বেশি প্রতিভাবান হওয়া সত্ত্বেও স্নেহাশিস নানা কারণে ভারতীয় দলে খেলতে পারেননি। তবে ক্রিকেট প্রশাসনে এসে সিএবি সভাপতি হিসেবে বাংলা ক্রিকেটের উন্নতি করেছেন তিনি।

২০২৩ বিশ্বকাপে ইডেন ছিল ভারতের সেরা ভেন্যু। একইসঙ্গে আইপিএলেও ইডেন সেরা মাঠের মর্যাদা পায়। তাছাড়া নতুন ঝাঁ চকচকে ক্লাব হাউস থেকে জেলার ক্রিকেটের উন্নতি সব কিন্তু স্নেহাশিসের আমলেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in