ভাইয়ের পথে দাদা। সৌরভ গাঙ্গুলির পথে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালে সৌরভ সিএবি সভাপতি থাকার সময় সিএবির প্রথম ডিভিশন ফাইনাল মোহনবাগান বনাম ভবানীপুর স্পোর্টিং ম্যাচ হয় গোলাপি বলে। ভারতের বুকে সেটাই প্রথম দিনরাতের ম্যাচ।
আর সৌরভ বোর্ড সভাপতি হয়েই ২০১৯ সালে ভারতের প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক টেস্ট আয়োজন করেন ইডেনে। ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এবার সৌরভকে অনুসরণ করেই মেয়রস কাপের ফাইনাল ইডেনে করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
অনূর্ধ্ব ১৫ স্কুল স্তরের ক্রিকেটে এই প্রথমবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ইডেনে গোলাপি বলে। প্রতিযোগিতার অন্যতম স্পনসর কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই শুরু হয়েছে ২ দিনের ম্যাচ। প্রথম বার স্কুল স্তরের কোনও প্রতিযোগিতা ইডেনে এবং গোলাপি বলে হচ্ছে। রাজ্যের স্কুল স্তরের ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সিএবি।
স্নেহাশিস গাঙ্গুলি বলেন, "গত মরসুমে মেয়েদের প্রতিযোগিতার ফাইনাল ইডেনে করার পরে ওদের মধ্যে আলাদা একটা উত্তেজনা লক্ষ্য করেছি। সেই ম্যাচের পর থেকেই আমি এবং জুনিয়র ক্রিকেট কমিটির প্রধান সঞ্জয় দাস ঠিক করি, স্কুল ক্রিকেটে নতুন কিছু করার। তাই মেয়রস কাপ ফাইনাল ইডেনে আয়োজন করার সিদ্ধান্ত নিই। ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট গোলাপি বলে জনপ্রিয় হয়েছিল। আমরা চাই খুদে ক্রিকেটারদের মধ্যে আগ্রহ বাড়াতে।" নবনালন্দা হাই স্কুল ও রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের মধ্যে হচ্ছে এই ফাইনাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন