আমেদাবাদে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আইপিএলের। আর ভারতের এই এন্টারটেইনিং গেম শো শুরু হতেই বিসিসিআইকে আক্রমণ করলেন বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক তথা দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানী ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় সুযোগ না পাওয়ার প্রসঙ্গেই মুখ খুললেন তিনি। সাফ জানালেন, 'বিপুল তহবিলের' জোরেই বিসিসিআই-এর এতো 'অহংকার'।
আইপিএলের উদ্বোধনী মরশুমে খেলেছিলেন পাক ক্রিকেটাররা। কিন্তু ২০০৮ সালের শেষের দিকে মুম্বইয়ে সন্ত্রাস হামলার জেরে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। এরপর আইপিএলের মঞ্চে পাকিস্তানী ক্রিকেটারদের দরজা বন্ধ হয়ে যায়।
প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান বলেন, "ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে যেটা করেছে (আইপিএলে খেলার অনুমতি না দেওয়া), সেটা আমার ভাবলেই অবাক লাগে। বিপুল পরিমাণ তহবিল তৈরির কারণে ভারতীয় বোর্ড অহংকারী হয়ে উঠেছে। ভারত যদি পাক ক্রিকেটারদের আইপিএল খেলায় অনুমতি না দেয়, তাহলে দেবে না। পাক ক্রিকেটারদের তাতে কিছু যায় আসে না।"
ইমরানের কথায়, অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি তহবিল তৈরি করেছে ভারতীয় বোর্ড। তারা এখন পরাশক্তি হিসেবে কাজ করছে। যে কারণে অহংকার বেড়েছে বিসিসিআই-এর। পাশাপাশি তিনি এও বলেন, "নিজেদের ক্ষমতার অপব্যবহারও করে তারাই সিদ্ধান্ত নিচ্ছে কাদের সঙ্গে খেলবে কিংবা খেলবে না।"
উল্লেখ্য, চলতি বছরেই এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানে। কিন্তু বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে না। যে কারণে দুই দেশের বোর্ডের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। সম্প্রতি জানা গিয়েছে সমঝোতা করেছে দুই পক্ষ। নিরপেক্ষ ভেন্যুতে হবে ভারতের ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন