পঞ্চায়েত ভোটের দিন ‘বিশেষ ঘোষণা’ করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি, টুইট করে জানালেন নিজেই

সম্প্রতি তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মে মাসে বিজেপি শাসিত ত্রিপুরায় পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তাঁকে। আবার মুখ্যমন্ত্রীর সাথেও বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিফাইল ছবি
Published on

শনিবার ৮ জুলাই সৌরভ গাঙ্গুলির ৫১তম জন্মদিন। এই জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছেন তিনি। টুইট করে একথা মহারাজ নিজেই একথা জানিয়েছেন। ৮ জুলাই গোটা দিনটা কলকাতাতেই কাটাবেন তিনি বলে জানা গেছে।

 বৃহস্পতিবার রাতের দিকে একটি টুইট করে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘৮ জুলাই আমার জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন।‘ এর সাথে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে একটি পৃষ্ঠার উপর 'LEADING WITH' লেখা রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ৮ জুলাই গোটা রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট।

 বুঝতে কারো অসুবিধা হচ্ছে না, যে ফের সকলকে রহস্যে রাখলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই টুইট ঘিরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। কারণ সৌরভের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলেরই ভাল সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে যে তিনি রাজনীতিতে যোগ দেবেন। তিনি ধরি মাছ না ছুঁই পানির মতো স্টান্স নিয়ে চলেছেন।

সম্প্রতি তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরে এসেছেন। সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খোলেননি। গত মে মাসে বিজেপি শাসিত ত্রিপুরায় পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তাঁকে। আবার মুখ্যমন্ত্রী ও শাসকদলের একাধিক নেতার সাথে তাঁকে বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে।

তবে ওয়াকিবহাল মহলের অনুমান, সৌরভ হয়তো কলকাতার শেরিফ হতে পারেন। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের মুকুটে নানা পালক রয়েছে, কিন্তু তিনি শেরিফ কখনও হননি। তাই আগে থেকেই রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই বিষয়টি পাকা করেছেন মনে করা হচ্ছে।

পাশাপাশি এটাও মনে করা হচ্ছে, আগামী দিনে আইসিসি সভাপতি হতে গেলে কেন্দ্রের বিজেপি সরকারের দাক্ষিণ্য প্রয়োজন হতে পারে। সেই কারণে তিনি বিজেপি-র হয়ে প্রচারে নামার কৌশল নিতে পারেন। তবে রাজনীতি যে তাঁর চেনা জায়গা নয়, বারবার তিনি এটি বলেছেন।

এর আগে গত বছরও এমন টুইট করে জল্পনা তৈরি করেছিলেন সৌরভ। পরে দেখা যায়, তিনি একটি বহুজাতিক সংস্থার বিপননী দূত হিসেবে হাজির হয়েছেন। এবারও কি এমনটা হবে? তাঁর অনুরাগীদের কথায়, সৌরভের চিত্রনাট্য স্বয়ং ঈশ্বরই লেখেন, না হলে তিনি নানা ভূমিকায় এসে বারবার সফল হন কী করে! তাই এবারও মহারাজ কী করেন, সেই নিয়ে রহস্য থাকছেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in