আগামী জুন মাসে হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দলগঠন নিয়ে নানা বিতর্ক হচ্ছে। বিশেষ করে রিঙ্কু সিংয়ের সুযোগ না পাওয়া সবাইকে অবাক করেছে। এবার সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
সিএবির বেঙ্গল প্রো টি২০ লিগের ট্রফি উন্মোচনে এসে সৌরভ বলেন, 'প্রধান নির্বাচক অজিত আগারকর আর অধিনায়ক রোহিত শর্মা দারুণ কাজ করেছেন। খুব শক্তিশালী দল হয়েছে। ভারত একজন অতিরিক্ত স্পিনার দলে নিয়েছে। ফলে রিঙ্কু সিংয়ের স্থান মূল স্কোয়াডে হয়নি। রিজার্ভ দলে ও আছে। রিঙ্কুর কেরিয়ার সবে শুরু হয়েছে, ভেঙে পড়ার কিছু নেই। আগামী দিনে ভারতের হয়ে আরও ম্যাচ খেলতে পারবে রিঙ্কু। যেহেতু ওয়েস্ট ইন্ডিজে উইকেট স্পিনার প্রয়োজন, সেই হিসেবে দল করেছে ওরা।'
সৌরভের মতে বিরাট কোহলির ওপেনিংই করা উচিত, কারণ কোহলি বড়ো প্লেয়ার। তাঁর স্ট্রাইকরেট নিয়েও চিন্তিত নন মহারাজ। ঋষভ পন্থকে নিয়ে সৌরভ বলেন, "পন্থ দারুণ ক্রিকেটার। আশা করছি বিশ্বকাপে ও খুব ভালো পারফরম্যান্স করতে পারবে।'
প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভারতের দলগঠন নিয়ে বলেছিলেন, রিঙ্কুকে রিজার্ভে দেখে আমি অবাক হয়েছি। ওর মতো একজন ক্রিকেটারকে প্রথম ১৫-তে রাখা উচিত ছিল। তবে আইপিএল-র বিচারে হয়তো তাঁকে রিজার্ভে রাখা হয়েছে।
ভারতের টি-২০ স্কোয়াড -
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। এছাড়া রিজার্ভে রাখা হয়েছে শুবমন গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ এবং আবেশ খান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন