Buddhadeb Bhattacharjee: 'খেলা পাগল মানুষ ছিলেন' - বুদ্ধদেবের প্রয়াণে আবেগপ্রবণ সৌরভ গাঙ্গুলি

People's Reporter: সৌরভ জানান, কখনও কোনোদিনও রাজনীতিতে আসা বা রাজনীতি নিয়ে কথা বলেননি। সিনেমা দেখতে খুব পছন্দ করতেন।
বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে সৌরভ গাঙ্গুলি
বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভের সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্ক যে খুবই ভালো ছিল তা কারুর কাছেই অজানা নয়। বিভিন্ন অনুষ্ঠানে একসাথে বহু ছবি আছে দু'জনের।

গ্রেগ চ্যাপেল আমলে সৌরভ যখন ভারতীয় দল থেকে বাদ পড়েন সেই সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিবাদ জানিয়ে তৎকালীন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারকে চিঠি দেন। এমনকি ২০০৬ সালে সিএবির নির্বাচনে সৌরভ শিবিরের প্রসূন বন্দোপাধ্যায় জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে দাঁড়ান। প্রসূনকে সমর্থন করেন বুদ্ধবাবু। যদিও সেই নির্বাচনে প্রসূন বন্দোপাধ্যায় হেরে গেলে বুদ্ধদেব ভট্টাচাৰ্য মহাকরণে বলেন, কখনও কখনও অশুভ শক্তির জয় হয়। অন্যদিকে সিঙ্গুরের ঘটনায় সৌরভ টাটা গোষ্ঠীর রাজ্যে থাকার পক্ষেও কথা বলেন।

বুদ্ধদেব ভট্টাচাৰ্যর প্রয়াণের পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের বাড়িতে দাঁড়িয়ে জানান, 'আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। পুরোপুরি খেলা পাগল মানুষ ছিলেন। আমি তখন ভারতের অধিনায়ক। আমার সঙ্গে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা হত। আমি ছ’বছর ক্যাপ্টেন ছিলাম। যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে।"

তিনি আরও জানান, "শুধু সৌরভের ক্রিকেট বা সমকালীন ভারতীয় ক্রিকেট নয়, পঙ্কজ রায়ের ব্যাটিং নিয়েও আলোচনা হয়েছে। আমি বরাবরই ভীষণ শ্রদ্ধা করতাম। উনার আত্মার শান্তি কামনা করি।'

পাশাপাশি সৌরভ জানান, 'কখনও কোনোদিনও রাজনীতিতে আসা বা রাজনীতি নিয়ে কথা বলেননি। সিনেমা দেখতে খুব পছন্দ করতেন। ২০০৮-০৯ সালের পরে আর আমাদের সেভাবে যোগাযোগ হয়নি।'

বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে সৌরভ গাঙ্গুলি
যা চেয়েছি পেয়েছি, কখনও মিছিলে হাঁটতে হয়নি - বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ ময়দান
বুদ্ধদেব ভট্টাচার্যর সাথে সৌরভ গাঙ্গুলি
Buddhadeb Bhattacharjee: চিরতরে পাম এভিনিউয়ের দু'কামরার ফ্ল্যাট ছেড়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in