দিল্লি ক্যাপিটালসের হাত ধরে IPL-এ ফিরছেন সৌরভ গাঙ্গুলি!

সৌরভ শুধু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বই সামলাবেন না। তিনি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে থাকা আইএলটি২০ তে দুবাই ক্যাপিটালস ও দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসেরও দায়িত্ব সামলাবেন।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিফাইল ছবি সংগৃহীত
Published on

ফের আইপিএলে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। দিল্লি ক্যাপিটালসের সাথে পুনরায় যুক্ত হতে চলেছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছেড়েছিলেন বাংলার ‘মহারাজ’। সূত্রের খবর, ঋষভ পান্তের দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে ফিরতে চলেছেন সৌরভ।

জনপ্রিয় সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দিল্লির এক কর্মকর্তা জানান, সৌরভ গাঙ্গুলি যদি আইপিএলে কাজ করেন সেটা অবশ্যই দিল্লির হয়েই করবেন। কারণ এর আগেও তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন। আর একাধিক কর্তার সাথে প্রাক্তন বোর্ড সভাপতির সুসম্পর্ক আছে।

সৌরভ শুধু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বই সামলাবেন না। তিনি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে থাকা আইএলটি২০ তে দুবাই ক্যাপিটালস ও দক্ষিণ আফ্রিকা টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসেরও দায়িত্ব সামলাবেন।

উল্লেখ্য, ২০২২ সালে সৌরভ গাঙ্গুলির বিসিসিআই-র সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়। তাঁকে পুনরায় নিয়োগ করা হয়নি। সোউরভের পরিবর্তে বোর্ড সভাপতি হন রজার বিনি।

২০২৩ টাটা আইপিএলের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে দিল্লি। ব্যাটারের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিলি রোসোউ, সারফারজ খান, মণীশ পাণ্ডে এবং যশ ধুল।

অল-রাউন্ডারের তালিকায় আছেন, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, রোভমন পাওয়েল, ললিত যাদব, রিপল প্যাটেল, আমন খান, প্রবীণ দুবে এবং ভিকি অস্টওয়াল। ঋষভ পান্ত (অধিনায়ক) ও ফিল সল্ট দুই উইকেটকিপার। বোলিং বিভাগে রয়েছেন, অ্যানরিচ নর্টজে, কুলদীপ যাদব, খালিল আহমেদ, ইশান্ত শর্মা, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমন, লুঙ্গি এনগিড়ি, মুকেশ কুমার ও কমলেশ নাগারকোটি।

সৌরভ গাঙ্গুলি
ঋষভ পান্তের শারীরিক অবস্থার উন্নতি হলেও আশঙ্কায় চিকিৎসকরা, কিন্তু কেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in