'Z'- ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্টকে দেওয়া 'Y'- ক্যাটাগরির নিরাপত্তার মেয়াদ শেষ হয়েছে। মহারাজের নিরাপত্তার বিষয় খতিয়ে দেখে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁকে 'Z'-ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার।
'Y' - ক্যাটাগরির নিরাপত্তা কভারের অধীনে, সৌরভ গাঙ্গুলির সাথে স্পেশাল ব্রাঞ্চ থেকে থাকতেন তিন জন পুলিশ সদস্য এবং সমান সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী তাঁর বেহালা বাসভবন পাহারা দিতেন। এবার সেই সংখ্যা বাড়বে। নতুন নিরাপত্তা ব্যবস্থা অনুসারে, প্রাক্তন ক্রিকেটারকে ৮ থেকে ১০ জন পুলিশ কর্মী পাহারা দেবেন।
এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, "মিস্টার গাঙ্গুলি বর্তমানে তার দল দিল্লি ডেয়ারডেভিলসের সাথে রয়েছেন। ২১ শে মে কলকাতায় ফিরে আসবেন তিনি। সেই দিন থেকেই তিনি Z ক্যাটাগরির নিরাপত্তা পেতে শুরু করবেন।" রাজ্যে 'Z' প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ও সাংসদ অভিষেক ব্যানার্জি ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফিরহাদ হাকিম, মলয় ঘটকের মতো মন্ত্রীরা পান জেড ক্যাটাগরির নিরাপত্তা। এখন থেকে সৌরভও তাই পাবেন।
তবে ঠিক কি কারণে সৌরভের নিরাপত্তা বাড়ানো হয়েছে তা অবশ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডের প্রাক্তন সভাপতির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন