বোর্ডের শাস্তি পেলেন ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার। অবাধ্যতার কারণে বাদ পড়লেন বিসিসিআই-র সেন্ট্রাল চুক্তি থেকে। পুরো ঘটনায় বোর্ডের সিদ্ধান্তকেই সমর্থন জানান সৌরভ গাঙ্গুলি।
বোর্ডের পক্ষ থেকে ২০২৩-২৪ মরসুমের জন্য বার্ষিক চুক্তির তালিকা করা হয়েছে। তাতে ঈশান-শ্রেয়সকে বিবেচনাই করা হয়নি। বোর্ডের নির্দেশ পালন না করে রঞ্জি ট্রফিতে খেলেননি এই দুই ক্রিকেটার। এর শাস্তিস্বরূপ চুক্তি থেকে বাদ পড়লেন দুই তারকা ক্রিকেটার। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, "সেন্ট্রাল চুক্তির ক্ষেত্রে এই পর্বে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণের কথা ভাবা হয়নি।"
তাঁদের পরিবর্তে রিঙ্কু সিং এবং তিলক বর্মাকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের গ্রেড সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এক অনুষ্ঠানে বোর্ডের পক্ষে কথা বলে কার্যত দুই ক্রিকেটারকে একহাত নেন।
সৌরভ বলেন, 'যখন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়, তখন রঞ্জি ট্রফি খেলাটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষাণ দুজনেরই বয়স কম। শ্রেয়াস আর দুদিন বাদেই মুম্বইয়ের হয়ে সেমিফাইনাল খেলবে। তবে সত্যি বলতে গেলে ঈশানের রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্তে আমি রীতিমতো চমকে গিয়েছি'।
তিনি আরও বলেন - 'ঈশান সব ফরম্যাটেই থাকে। আইপিএলেও একটা বড় চুক্তি পেয়েছে। সত্যি আমি বুঝে উঠতে পারছি না ঠিক কি কারণে ও এমন সিদ্ধান্ত নিল। ওর মতো একজন প্রতিভাবান ক্রিকেটার এমন কাজ করবে আমি জীবনেও ভাবতে পারিনি। যখন তুমি সব ফরম্যাটেই যুক্ত তখন তোমাকে যা করতে বলা হবে সেটা তো করা উচিত।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন