২০১৩ সালের পরে ভারতের ঝুলিতে আইসিসি ট্রফি আসেনি। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শুক্রবার বাইপাসের ধারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এসে বলেন, ভারত ফাইনালে তো যাচ্ছে। এতো বড় টুর্নামেন্ট একটা দলই তো জিতবে। এতে কোনো রকেট সায়েন্স নেই।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, হয়তো ভাগ্য সঙ্গে নেই। তবে এটাই আসল কারণ কিনা তা আমার জানা নেই। এখন জিতছে না, পরে নিশ্চই জিতবে। আমি ক্যাপ্টেন হিসেবে ২০০৩ বিশ্বকাপ ফাইনাল, ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল বাদেও ৩টে ফাইনাল হেরেছি। আশা করছি পরের বছর জুন মাসে টি২০ বিশ্বকাপে ভারত রানার্স নয়, চ্যাম্পিয়ন হবে। ট্রফি জিতবে'।
তিনি আরও বলেন, ভাবতে পারা যায় বিশ্বকাপ ফাইনাল খেলার কয়েকদিনের মধ্যেই একই দলের সঙ্গে টি-২০ সিরিজ খেলতে হচ্ছে। বিশ্বকাপের চাপ সামলে এই সিরিজ খেলা সহজ নয়। রোহিত, বিরাট বিশ্রাম নিয়ে ঠিকই করেছেন। আশা করছি তরতাজা হয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে দুই জনে ফিরবেন। এরপর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং আইপিএল রয়েছে। বিশ্বকাপ শুরু হতে কয়েকমাস বাকি আছে। রোহিত ও বিরাটকে বিশ্বকাপের দলে প্রয়োজন আছে।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটে বাছা হয়েছে তিন অধিনায়ককে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'প্রোটিয়াদের বিরুদ্ধে টি ২০-তে রোহিত দলে নেই, ফলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে। আবার সূর্যকুমার একদিনের দলে স্থায়ী সদস্য নন, তার জন্যই এই রকমভাবে অধিনায়ক বাছাই করা হয়েছে। আমি মনে করি রোহিত যদি সব ফর্ম্যাটে ফেরে তাঁকেই অধিনায়ক করা উচিত। রোহিত হচ্ছে প্রকৃত নেতা। দুরন্ত পারফরম্যান্স করেছে একদিনের বিশ্বকাপে। আমি আশা করছি ওর নেতৃত্বেই টি ২০ বিশ্বকাপ খেলবে ভারত।'
রাহুল দ্রাবিড়কে সৌরভই প্রথম ভারতের কোচ করে আনেন বোর্ড সভাপতি থাকার সময়ে। দ্রাবিড়ের কোচের পদে মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে সৌরভ বলেন, 'এই বিশ্বকাপে রাহুলের কোচিংয়ে ভালো খেলেছে, আগামী দিনে টি২০ বিশ্বকাপ আছে। এটা সঠিক সিদ্ধান্ত। যতদিন দ্রাবিড়ের কোচিংয়ে ভালো খেলবে ততদিনই ওনাকে দায়িত্বে রাখা উচিত।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন