এবছর মোহনবাগান ক্লাবের তরফ থেকে 'মোহনবাগান রত্ন' দেওয়া হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। এবার মোহনবাগানের মত ইস্টবেঙ্গলও সৌরভকে তাঁদের সর্বোচ্চ সম্মান 'ভারত গৌরব' দিচ্ছে। আগামী ১ অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে এই সম্মান দেওয়া হবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। এমনটাই ঘোষণা করেছেন ইস্টবেঙ্গল ক্লাব।
লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, 'কে কী দিচ্ছে বলতে পারব না। আমরা ওকে ভারত গৌরব সম্মান দিচ্ছি। গত বছরই সৌরভের সঙ্গে কথা বলেছিলাম ও রাজি হয়েছে আমরা সেই কারণে গর্বিত। সৌরভের বাংলা আর দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে তো কারুর প্রশ্ন থাকতে পারে না। 'ভারত গৌরব’ ইস্টবেঙ্গলের শ্রেষ্ঠ সম্মান। সেই সম্মান দেওয়া হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদকে'।
২০১১ সাল থেকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম বছর লেসলি ক্লডিয়াসকে এই সম্মান দিয়েছিল লাল-হলুদ। ২০১৯ সালে বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে এই সম্মান দিয়েছিল ইস্টবেঙ্গল। গত বছর রতন টাটাকে ভারত গৌরম সম্মান দেওয়া হয়েছিল।
পাশাপাশি আগামী ২৬ জুলাই ইস্টবেঙ্গলের নতুন প্রেস রুম উদ্বোধন করা হবে বলে এদিন জানানো হয়। আপাতত সৌরভ রয়েছেন লন্ডনে। আগামী সপ্তাহে কলকাতায় ফিরবেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তারপর ২৯ জুলাই মোহনবাগান দিবসে যাবেন আর ১ অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে উপস্থিত হবেন। দুটো ক্লাবেই সৌরভ চুটিয়ে ক্রিকেট খেলেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন