Sourav Ganguly: এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, দেখুন অন্যান্য পুরস্কারের তালিকাও

People's Reporter: দেবাশিস দত্ত বলেন, যাঁকে এবার মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে তিনি দীর্ঘদিন মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন। তারপর ভারতীয় দলে খেলেছেন।
মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি
মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

এবছর মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার কার্যকরী বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন মোহনবাগান কর্তারা।

সৌরভ গাঙ্গুলি ৯ বছর মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন। সেই কারণেই সৌরভকে এবারে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে। সৌরভ গাঙ্গুলি থাকবেন ২৯ জুলাই মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠানে। এদিন বাগান সচিব দেবাশিস দত্ত জানান, "সবথেকে কম সময় আলোচনা হয়েছে। এই বিষয়ে সৌরভকে নিয়ে কারোরই দ্বিমত থাকার কথা নয়"।

তিনি আরও বলেন, "যাঁকে এবার মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে তিনি দীর্ঘদিন মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন। তারপর ভারতীয় দলে খেলেছেন। ভারতের অধিনায়ক হয়েছে। কিংবদন্তি হয়েছেন। সৌরভ গাঙ্গুলি আসলে ভারতের রত্ন। তাই মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে। আমরা একজন যোগ্য মানুষকে এই বিশেষ সম্মান তুলে দিচ্ছি এবার। আমরা সৌরভের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন যে ওই দিন উপস্থিত থাকবেন"।

এছাড়া প্রতুল চক্রবর্তী পুরস্কার অর্থাৎ সেরা রেফারি পুরস্কার পাচ্ছেন দিলীপ সেন, সেরা সমর্থক বাপি মাঝি এবং অজয় পাশওয়ান। সেরা হকি প্লেয়ায় সৌরভ পাশিম, মতি নন্দী পুরস্কার অর্থাৎ সেরা সাংবাদিক হচ্ছেন দেবাশিস দত্ত। সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার পাচ্ছেন সৌরভ পালসেরা।

সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং। লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন প্রয়াত বিমল মুখোপাধ্যায়। তিনি ১৯৩৯ প্রথম লিগ জয়ী দলের ক্যাপ্টেন ছিলেন। সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট। অমর একাদশের মূর্তি বসার পরে এটাই প্রথম মোহনবাগান দিবস। মূর্তিতে মালা দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি
Football: স্কুল বইতে যুক্ত হতে চলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানের ইতিহাস!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in