মানবিক সৌরভ গাঙ্গুলি। সিএবির প্রাক্তন সহ সভাপতির শম্ভুনাথ পোদ্দার হৃদরোগে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য সৌরভ এবং তাঁর দাদা সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সাহায্য করবেন।
'কটা দা' নামেই ময়দানে পরিচিত শম্ভুনাথ পোদ্দার। জগমোহন ডালমিয়া যখন সিএবি সভাপতি ছিলেন তখন সহ-সভাপতি ছিলেন তিনি। বয়সজনিত সমস্যায় বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। এরপরেই হৃদরোগে আক্রান্ত হন শম্ভুনাথ পোদ্দার।
তাঁর পায়েও সংক্রমণ রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চিকিৎসকরা। শম্ভুনাথ পোদ্দারের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সিএবির পাশাপাশি সৌরভের দ্বারস্থ হয়েছেন শম্ভুনাথের স্ত্রী। সৌরভও সাহায্যের হাত বাড়িয়ে দেন।
সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি জানান, 'সিএবি আমাদের কর্মী অফিসিয়ালদের পাশে সবসময় রয়েছে। ওনার রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। সৌরভও ওনার পাশে আছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন উনি।'
এদিকে সামনের মাসেই আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে চলতি মাসেই শুরু হবে মহিলাদের প্রিমিয়ার লিগ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ ব্যস্ত হয়ে যাবেন। তার উপর মায়ের অসুস্থতা। সেই সঙ্গে অফিসের কাজকর্ম ও বাণিজ্যিক নানা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের চাপ রয়েছে। তার মধ্যেই সৌরভের মানবিক রূপ সত্যিই প্রশংসার দাবি রাখে বলেই অনেকে জানাচ্ছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন