চলতি আইপিএলে রানের বন্যা বইয়ে চলেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। ১৩ ম্যাচে ৭০২ রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় রেখেছেন প্রোটিয়া তারকা। হাফ-সেঞ্চুরি করেছেন ৮ টি। এই দুর্দান্ত ফর্মে থাকা ডু প্লেসি আসন্ন ওডিআই বিশ্বকাপে কি প্রোটিয়া দলে সুযোগ পাবেন? তা নিয়ে অবশ্য প্রশ্ন চিহ্ন থেকেই যায়। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ডু প্লেসির সতীর্থ দীনেশ কার্তিক জানিয়েছেন, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ডু প্লেসিকে না নিলে বড় ভুল করবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা দলে দীর্ঘদিন ব্রাত্য ডু প্লেসি। ২০২১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর অল্প দিনের মধ্যেই ওডিআই এবং টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অধিনায়ক। জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেটটা যে এখনও দুর্দান্ত খেলে চলেছেন, আইপিএলের মঞ্চেই তার প্রমাণ করে চলেছেন তিনি।
এবারের বিশ্বকাপের আসর বসছে ভারতে। আর ভারতের মাটিতেই চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্স করে যাচ্ছেন তিনি। যে কারণে আসন্ন বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যেতে পারে ফ্যাফকে।
দীনেশ কার্তিক দ্য আইসিসি রিভিউতে জানান, "দক্ষিণ আফ্রিকা যদি ওকে বিশ্বকাপের দলে না নেয়, তবে ওরা বড় সুযোগ হাতছাড়া করবে। আমি মনে করি যে ফাফ প্রস্তুত। ও এমন একজন ক্রিকেটার, যে নেতা হিসেবে এবং ব্যাটার হিসেবে পার্থক্য গড়ে দিতে পারে। আমি আশা করি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ওকে দলে নিতে চাইলে ফাফ রাজি হয়ে যাবে। কারণ ও বিশ্বকাপের দলে থাকলে নিজের প্রভাব রাখতে পারে।"
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে আরসিবি। গতকাল ৪৭ বলে ৭১ রানের বড় ইনিংস খেলেন অধিনায়ক ডু প্লেসি। ১৩ ম্যাচের পর ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ব্যাঙ্গালোর। তাদের হাতে রয়েছে আর একটি ম্যাচ। ২১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে নামবে আরসিবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন