আইসিসি র্যাঙ্কিং-এ বোলারদের মধ্যে পঞ্চম স্থানে উঠে আসলেন সাউথ আফ্রিকার বোলার খাকা। এমনকি ভারতীয় পেসার ঝুলন গোস্বামীকেও পেছনে ফেলে দিলেন তিনি।
সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ পারফর্ম্যান্স করে সাউথ আফ্রিকার ওপেনার লরা ওলভার্ঢ এবং অভিজ্ঞ আয়াবোঙ্গা খাকা। যার জেরে আইসিসি একদিনের ফর্ম্যাটের র্যাঙ্কিং-এ প্রথম দিকে উঠে আসলেন।
ডাবলিনে দূরন্ত ৮৯ রানের ইনিংসটি করে লরা অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকে পেছনে ফেলেন। যার ফলে তিনি বিশ্বতালিকায় চারে উঠে আসেন। বর্তমানে অজি ক্রিকেটার অ্যালিসা হিলি ৭৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন।
শীর্ষ ১০ ব্যাটারদের মধ্যে সাউথ আফ্রিকার একজনই আছেন। তবে প্রোটিয়াদের অন্য এক ব্যাটার লারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৪৩ রান করেন। এর সুবাদে তিনি ১৫ ধাপ উঠে ৪৩ তম স্থানে অবস্থান করছেন।
খাকা সিরিজে দুটি উইকেট নেন। তাঁএ ইকোনমি রেট ছিল ১.৪০। খাকার পঞ্চম স্থানে উঠে আসার ফলে ঝুলন গোস্বামী ষষ্ঠ স্থানে নেমে গেলেন। মারিজান ক্যাপ, স্পিনার সোফি একলেস্টোনের পেছনে আছেন খাকা।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুউস অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ব্রিটিশ ন্যাট সাইভার। অপরদিকে আয়ারল্যান্ড থেকে আইসিসি তালিকায় ৩১ ধাপ উঠে ৯৫ নম্বরে ছিলেন ম্যাকমোহন। জর্জিনা ডেম্পসি ছিলেন ৯০ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ভালো খেলায় ডেম্পসি ২২ ধাপ উঠে এসেছেন।
তবে সকলকে চমকে দিলেন আইরিশ তারকা আর্লেন কেলি। তিনি ব্যাটিং-এর ক্ষেত্রে ৫২ ধাপ ওপরে উঠেছেন (১৪৬)। বোলিং-এর ক্ষেত্রে ৫৮ ধাপ (৯০) এবং অলরাউন্ডারদের তালিকায় ৫৩ ধাপ এগিয়ে (৯৪) আসলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন