ইউরো কাপের বাছাইপর্বের ম্যাচে স্কটিশদের কাছে পরাস্ত হলো স্প্যানিশ আর্মাডা। লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল স্পেন। তবে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে ধরাশায়ী হলো লা রোহারা। স্কটল্যান্ডের হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনাই।
ফিফা ক্রমতালিকায় বর্তমানে দশ নম্বরে রয়েছে স্পেন। যেখানে স্কটল্যান্ডের স্থান ৪২ নম্বরে। এছাড়াও জার্মানির সাথে যৌথভাবে সবচেয়ে বেশি তিন বার ইউরো জয়ের রেকর্ড রয়েছে স্পেনের। সেখানে স্কটল্যান্ড মাত্র তিন বার ইউরোর যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। কোনোবারই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। বাছাইপর্বের ম্যাচে এবার সেই স্কটিশরাই পরাস্ত করলো স্পেনকে।
গতকাল অন্য এক ম্যাচে তুরস্কের বিপক্ষে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ওয়েলসের সাথে ড্র করলেও এই ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে লুকা মড্রিচের দেশ। রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ এবং কাতার বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী ক্রোয়েশিয়ার হয়ে এই ম্যাচে জোড়া গোল করেছেন চেলসি মিডফিল্ডার মাত্তেও কোভেসিস।
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করা ওয়েলসও জয়ে ফিরেছে। লাটভিয়াকে হারিয়েছে গ্যারেথ বেলের দেশ। ওয়েলসের হয়ে এই ম্যাচে একটি মাত্র গোল করেছেন বোর্নেমাউথ স্ট্রাইকার কিফের মুরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন