Spain Masters 2023: দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-শ্রীকান্ত, চোটের কারণে নাম প্রত্যাহার সাত্ত্বিক-চিরাগের

প্রথম রাউন্ডে ভারতের ডাবল অলিম্পিক পদক জয়ী সিন্ধু সুইজারল্যান্ডের জেনজিরা স্ট্যাডেলম্যানকে ২১-১০, ২১-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন।
পিভি সিন্ধু
পিভি সিন্ধুফাইল ছবি
Published on

স্পেন মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন ভারতের এক নম্বর শাটলার পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। সুইস ওপেনের ব্যর্থতা কাটিয়ে মাদ্রিদে পদক জয়ের আশায় প্রতিযোগীতায় নেমেছেন ভারতের এই দুই তারকা শাটলার। প্রথম রাউন্ডে সিন্ধু একতরফা জয় পেলেও শ্রীকান্তকে বেশ কষ্ট করতে হয়েছে।

প্রথম রাউন্ডে ভারতের ডাবল অলিম্পিক পদক জয়ী সিন্ধু সুইজারল্যান্ডের জেনজিরা স্ট্যাডেলম্যানকে ২১-১০, ২১-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। সুইস প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি হায়দরাবাদি শাটলার। অন্যদিকে শ্রীকান্তকে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জয় পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর থাইল্যান্ডের সিথিকোম থামমাসিনকে ২১-১১, ২৫-২৭, ২৩-২১-এ পরাজিত করেছেন শ্রীকান্ত।

যাইহোক, ঐতিহাসিক সুইস ওপেন জয়ের তিন দিন পর সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন। প্রথম রাউন্ডে জাপানী জুটি আয়াতো এন্ডো এবং ইউটা তাকির বিরুদ্ধে এই ভারতীয় জুটি খেলতে নামলেও মাঝপথে হাঁটুতে চোট পান সাত্ত্বিক। যে কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তাঁরা।

অন্যদিকে আকর্ষী কাশ্যপ তার প্রথম রাউন্ডের ম্যাচে কানাডার ষষ্ঠ বাছাই মিশেল লিকে ১২-২১, ২১-১৫, ২১-১৮ ব্যবধানে পরাজিত করেছেন। অস্মিতা চালিহা ফরাসি শাটলার লিওনিস হুয়েটকে ২১-১২, ২২-২০ ব্যবধানে হারিয়েছেন৷

পুরুষদের সিঙ্গলসে বি সাই প্রণীথ, জান লাউদাকে ২১-১৬, ১৮-২১, ২১-১২ ব্যবধানে হারিয়েছেন। প্রিয়াংশু রাজাওয়াত তাঁর সিঙ্গলস ম্যাচে ভিক্টর সভেনডসেনের বিরুদ্ধে ১৮-২১, ২১-১৬, ২১-১১ ব্যবধানে জিতেছেন। কিরণ জর্জ স্বদেশী মিঠুন মঞ্জুনাথকে ২১-১৬, ২১-১৪ ফলে হারিয়েছেন।

পিভি সিন্ধু
IPL 2023: ১ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কেকেআর, দেখে নিন নাইটদের পূর্ণাঙ্গ সূচী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in